April 01, 2022 - BY Admin

"আমি আশ্রমে থাকতে চাই"

"আমি আশ্রমে থাকতে চাই"



শুরু থেকেই জীবনের মিথ্যাগুলিকে বারংবার দেখেছি। কিন্তু বুঝে উঠতে পারিনি সমাজের ভয় কাটিয়ে এই মিথ্যা বন্ধনগুলিকে কিভাবে না বলতে হয়।


যেদিন মনে সত্যের প্রতি টান এল, খোঁজ এল জীবনে ঈশ্বরের, সেদিন হটাৎ করেই পেলাম সত্য স্বরূপ স্বামীজী মহারাজকে। ওনার জ্ঞানদৃষ্টি আমার মনের অজ্ঞানতা এবং অহংকারকে নীরবে চূর্ণ বিচূর্ণ করতে করতে কখন যে হৃদয়ে গুরুদেবের আসন দখল করেছে, তার দিনক্ষণ সময় মনে করতে পারি না।


জ্ঞান পীঠে প্রথম এসেছিলাম, সত্যের সাক্ষাতের জন্য, দ্বিতীয়বার এলাম তা যাচাই করতে। তৃতীয় বার জ্ঞান পীঠে আসা সত্যের চরণে নতমস্তকে নিজের মিথ্যাকে স্বীকার করে সত্যের পথ ধরে এগিয়ে চলতে। কিন্তু যেমন মনে হয়েছিল, বিষয় আদৌ তেমন হল কই!

 

 **********


বললাম, আমি আশ্রমে থাকতে চাই।

মহারাজ কারণ জিজ্ঞেস করলে বললাম সংসার ছেড়ে সন্ন্যাস জীবন নিতে চাই। অনেক বোঝানোর পরও যখন দেখলেন আমি কিছুই শুনতে নারাজ, তখন

বললেন, তবে দাম দিন। স্বামী, পুত্র থাকা সত্বেও যদি নিজেকে সত্যিই সাংসারিক বন্ধন থেকে মুক্ত করতে চান, তবে তো আইনি ব্যবস্থা নিতে হয়। আপনি কি প্রস্তুত তার জন্য?



অনেক তর্ক করলাম। তেজ দেখিয়ে বললাম আমি তো সব ছেড়ে জগৎস্বামীর আশ্রয়ে এসেছিলাম, অথচ তিনিই আমায় এই সব যুক্তি তর্কের জালে জড়িয়ে তাড়িয়ে দিচ্ছেন। তবু মিনতি, যেখানেই যাই, এই পথ যেন ত্যাগ না করি। কিছু প্রণামী দিয়ে প্রণাম করে বিদায় নিতে যাবো, মহারাজ বললেন, যাবেন কোথায়, কিছু ভেবেছেন? যেখানেই থাকুন, সাবধান! জগতে কিন্তু প্রতি পদে দুর্যোধন দাঁড়িয়ে। ক্ষোভে ভেঙে পড়লাম ভেতরে ভেতরে, মনে হল যেন মা চণ্ডী ভর করেছেন আজ। ফিরলাম স্ত্রিয়ঃ সমস্তাঃ আশ্রমে, রাতটা কাটিয়ে কাল ভোর ভোরই চলে যাব। মাতাজী বোঝাতে চেষ্টা করলেও তার সব চেষ্ঠা ব্যর্থ করে, একই গোঁ ধরে ক্ষুধার্ত সিংহীর ন্যায় ফুঁসতে থাকলাম গোটা রাত।


ঘুম ভাঙাতে মন যেন নরম হল অনেক। অহংকার যেন একটু একটু করে ভাঙতে শুরু করল। মন বলল, সত্যের খোঁজ পেয়েও আবার মিথ্যার জগতে ফিরে যাবি? মহারাজের বলা শেষ কথাগুলি আবার যেন কানে বেজে উঠল।

“সাবধান! জগতে কিন্তু প্রতি পদে দুর্যোধন দাঁড়িয়ে।”


মনে হলো, ছিঃ! যাঁর সাথে এমন দুর্ব্যবহার করলাম, তিনি সব হজম করেও শেষ অবধি আমার মঙ্গল চেয়ে গেলেন! ভেঙে গেল আমার মিথ্যা অহংকার। মন শান্ত হল। বুঝলাম, প্রেম এমনই হয়। শ্রদ্ধায় ভরে গেল হৃদয়, নত মস্তকে প্রণাম করলাম মনে মনে। 


আমার আর এই আশ্রম ছেড়ে অন্য কোথাও যাওয়া হল না....!!!