একজন ভক্ত জ্ঞানপীঠ আশ্রমের উন্নতিতে (জমি, ঘর ও অন্যান্য) সাধারণের থেকে কিছু অধিকই সহায়তা করেছিল। কিন্তু , তিনি নানা কারণে আসতে পারেন না। মহারাজের কাছে বসেন না। আসন্ন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে whatsapp-এ জানালেন, কিছু ব্যক্তিগত কারণে উনি আসতে পারবেন না হয়তো।
মহারাজ, শুনে বললেন, ফোন করতে ( সাধারণত, উনি ফোনে কথা বলেন না) আশ্রমিকরা বুঝলো, "কপালে দুঃখ আছে",-ও মহারাজ যথারীতি করলেন ও তাই।
সরাসরি বললেন, "ভাববেন না সব কাজ হয়ে গেছে, দান করেছেন বলে"। কিচ্ছু গোটানো হয়নি । যদি জীবন এমনই জগতের বিষয়ে আটকে থাকে, তবে যে শুভতা শুরু হয়েছিল, তা আর থাকবেনা। যদি না নিজের দায়িত্ব পালন করেন।
আমরা বললাম, "এমন হলে তো সবাই কেটে যাবে। কেউই আসতে চাইবে না"।
মহারাজ বললেন, "দেখ্, কার্য, কারণ থেকে আলাদা হতে পারেনা। আমার দায়িত্ব প্রতিদান দেওয়া"।
আমরা বললাম," সহায়তার প্রতি এ কেমন প্রতিদান?
মহারাজ:- দেখ্, কেউ আশ্রমে সহায়তা দিচ্ছে, তার কোন না কোন ভৌতিক স্বার্থ একটু হলেও ছেড়ে। তাই তো?
তখন আমাকেও তো," ওই ভক্ত রাগুক বা চলে যাক, এই স্বার্থ ছেড়ে তার আত্মিক উন্নতির কথা ভেবেই প্রতিদান দিতে হবে?
উনি পকেট ছাড়লেন, এটা ওনার ত্যাগ। আর আমি, উনি থাকুন না থাকুন- এই স্বার্থ ছেড়ে সত্য বললাম এটা আমার ত্যাগ। এই যে বললাম, কারণ ও কার্য একই গুনবত্তার, সত্যের সহায়ক হতে তো কেউ জ্ঞানপীঠে দান করে। তো আমার কাজ তাকে প্রতিদানে সত্য ফিরিয়ে দেওয়া,তা ফলাফল যাই হোক।।