March 26, 2022 - BY Admin

"বোঝে প্রাণ বোঝে যার"

"বোঝে প্রাণ বোঝে যার"




কলেজ শেষ করার পর আজকের বাজারে গত ২-৩ বছর ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কোভিড এর লকডাউন পরিস্থিতিতে একরকম যখন হতাশায় ভুগছি, সেই সময় মহরাজের ভিডিও সামনে আসে, content দেখে ভিডিও দেখা শুরু করেছিলাম। 



একটা দুর্ঘটনা ঘটে গেল জীবনে। তারপর বাকিটা ইতিহাস হয়ে গেছে। চাকরি, বিয়ে, বৌ, বাচ্চা, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স এসবের চিন্তা আর কি করবো, বাড়ি ছেড়ে এখন আশ্রমে এসে থাকি। 



প্রেম কি জিনিস সেটা মহারাজের সান্নিধ্যে থেকে বুঝেছি। যার সংজ্ঞা ভাষায় বোঝানো যাবে না। এই প্রেমে পড়েই এসেছি সবকিছুকে ছেড়ে। কাছের বলে যাদের কে ভাবতাম, এমনকি বাবা, মা - এর ভালোবাসাও এই প্রেমের কাছে নগণ্য হয়ে যায়। বোঝে প্রাণ বোঝে যার।



নতুন করে জীবন বাঁচতে শিখছি, কিছু জিনিসকে না বলতে শিখেছি, ভয় - দুশ্চিন্তা মুক্ত হয়ে বাঁচতে শিখছি, কাল কি হবে এটা না ভেবে আজকের রাতটা নিশ্চিন্তে ঘুমাতে পারি, হো হো করে নিশ্চিন্তে হাসতে পারি, আশ্রমের কাজ করে অন্তর থেকে তৃপ্ত হয়ে যাই, বিশ্বাস করুন পেটের জন্য ভাবতে হয় না দুবেলা খাবার ঠিক জুটে যায়, এখানে আনন্দের ফোয়ারা চলে।



আজ মনে হয় সেদিনকার ঘটে যাওয়া দুর্ঘটনা জীবনে সত্যি দরকার ছিল। নাহলে জীবনের মূল্য না বুঝে জীবনটা বৃথাই কেটে যেত। মহারাজের সান্নিধ্য লাভ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।



যাই হয়ে যাক, এই সঠিক জীবন, আর সৎসঙ্গ ছাড়া যাবে না। বিশ্বাস করুন একমাত্র সৎসঙ্গই পারে আমাদের বাঁচাতে, ভুল জীবন ও ভুল মূল্যবোধের হাত থেকে।



আপনাদেরও বলছি একবার আসবেন নাকি এই প্রেমের পরশ ও অফুরন্ত আনন্দের স্বাদ নিতে!!



কে বলতে পারে আপনার জীবনেও একটা দুর্ঘটনা ঘটে গেল! দেখা গেল ব্যক্তি নিজেই বদলে গেল তার সাথে জীবনটাও বদলে গেল।