April 20, 2022 - BY Admin

"যেটা মহৎ, তার সামনে ঝুঁকে যাও"

তখন মহারাজ চুঁচুড়া তে। একটা ভাড়া বাড়িতে রয়েছেন। আমি তখন সবে মহারাজের কাছে যাতায়াত শুরু করেছি। তো ঠিক করলাম আজ রাতে মহারাজের কাছে থাকবো। মহারাজকে সেটা জানালাম। মহারাজ তো এক কথায় রাজি। অফিস থেকে বেরিয়ে চুঁচুড়া লঞ্চঘাট পেরিয়ে বাড়িতে ফোন করলাম। জানতাম বিরোধ আসবে এবং ঘটলোও তাই। বাড়ি থেকে সাফ জানিয়ে দেওয়া হল যেতে পারো মহারাজের কাছে, কিন্তু রাতে থাকা চলবে না। 


কারণটা আজও জানি না- হয়তো ওরা ভেবেছিল মহারাজ রাতের বেলায় কিছু ঝাড়ফুঁক করে আমাকে বশ করে ফেলবে। যাইহোক, আমিও ভেতো, শান্তিপ্রিয় বাঙালির মতো ভাবলাম ধুর! গন্ডগোল করে লাভ কি? রাতে ফিরেই যাব। 


মহারাজের ওখানে পৌঁছে বেশ কিছুটা সময় কাটানোর পর অর্ণবকে বললাম, মহারাজ কে বোলো আজ রাতে থাকবো না, চলে যাব। অর্ণবও যথারীতি মহারাজকে পাশের ঘরে বলতে গেল। এদিকে আমি অন্য ঘরের একটা বইয়ের পাতা উল্টাচ্ছি। হঠাৎ মহারাজের গলা পেলাম,  "সোমনাথ! আজ নাকি তুমি চলে যাচ্ছো"? (বেশ রাগত স্বর)। আমি বললাম বাড়িতে না গেলে গন্ডগোল হবে তাই মানে, আর কি..


এই প্রথম মহারাজকে রাগতে দেখলাম - "এই জন্য আমি তোমাকে বুঝিয়েছিলাম, ক্লৈব্য মাস্ম্ গমঃ পার্থ? এটার practical application কই? যা সঠিক বুঝে তুমি এখন এগোতে চলেছো, তার পথে যা যা বাধা হবে তাকে তো তোমার সঙ্গে সঙ্গে উপড়ে ফেলা উচিত। তা না করে কি ভীতুর মতো কথা বলছো? "গীতা" শুধু পড়লেই হয় না, "গীতাকে" জীবনে ঢালতে শেখো। যেটা মহৎ, তার সামনে ঝুঁকে যাও। এখন সিদ্ধান্ত তোমার কি করবে ভেবে দেখ!" এই বলে মহারাজ আবার পাশের ঘরে চলে গেলেন ।   


আমার মনের অবস্থা তখন ঝড়ের পর গাছের যেমন অবস্থা হয় ঠিক তেমনি। একটু ধাতস্থ হলে চিন্তা করলাম - মহারাজ তো ঠিক কথাই বলেছেন! সঠিক কাজ, সঠিক সঙ্গ করতে ভয় কেন পাব? মনে অদ্ভুত একটা সাহস পেলাম। 



রাত আটটার সময় বাড়ি থেকে ফোন এল। কি রে, ফিরছিস তো?  খুব শান্ত অথচ দৃঢ় কন্ঠে বললাম, না! মহারাজের কাছে থাকবো। ফোনটা কেটে গেল। বুঝলাম, একটা মিথ্যে সম্পর্কের জালও আস্তে আস্তে কাটা শুরু হয়ে গেছে। 


সেদিন অনেক রাত পর্যন্ত মহারাজের সাথে কথা হল। জীবনকে যেন নতুন করে বুঝতে শুরু করলাম। পরদিন ভোর বেলা বেরোনোর সময় মহারাজ বললেন "আবার এসো"। শ্রদ্ধায় মাথা নত করে প্রণাম করলাম। গঙ্গার ধার দিয়ে হাঁটছি, ভোরের সুন্দর ঠাণ্ডা হাওয়ায় মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে, আর তার সঙ্গে  মহারাজের সাথে সময় কাটানোর অকারণ তৃপ্তি, আনন্দে মনটা ভরে উঠলো।