August 20, 2022 - BY Admin

"সহ্য কর্, টিকে থাক্, আনন্দে থাক্।"

মহারাজের ভিডিও দেখে, তা শুনে বুঝে তাঁর সামনে সরাসরি আসতে আমায় প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয়েছিল। তখন সামনেই আমার বোর্ড এক্সাম। সেই সময় মাথায় মহারাজের বলা কথা ও সিদ্ধান্ত গুলো প্রচণ্ড ভাবে আসত। শুধু পড়ার সময় নয়, উঠতে-বসতে মহারাজের বলা কথা ও অন্যান্য শ্রদ্ধেয় মহাপুরুষ যেমন শ্রীকৃষ্ণ, ঠাকুর, স্বামীজি, বুদ্ধ এনাদের প্রতিটা সিদ্ধান্ত গুলোকে জীবনে ঢালার চেষ্টা করে গেছি। সিদ্ধান্ত গুলিকে জীবনে ঢালতে গিয়ে বিভিন্ন অস্বস্তিকর পরিবেশ শ্রদ্ধেয় মহারাজের কাছে ঠেলে ফেলে দিল আমাকে আমার প্রথম প্রশ্ন নিয়ে, "জীবনের যথার্থতা কী?"


যে মহারাজ-কে ভিডিওতে এতো ঝাড় দিতে দেখতাম, তিনি কিনা খুবই সরলতার সাথে জীবনে কর্ম ও ধর্মের একত্বতা বুঝিয়ে দিলেন। কর্ম ও ধর্মের মধ্যে যে ভেদ দৃষ্টি ছিল তা ঘুঁচে গেল। তারপর ধীরে ধীরে আদর্শ জীবন লাভ করতে বা বিভিন্ন কর্মের কৌশল শিখতে শুরু করলাম মহারাজের সান্নিধ্যে। বিভিন্ন ঠাট্টা-ইয়ার্কি, সঙ্গীতের সুমধুর স্বরে, কখনও সুস্বাদু রান্না, কখনও Handmade craft এর কাজে, কখনও কড়া ভাষায় ঝাড় দিতেও সিদ্ধহস্ত মহারাজ। যেন দুর্গা... আশ্রম ও আমাদের দশদিক থেকে সামলাচ্ছেন তিনি। 


বিভিন্ন পরিস্থিতিতে মহারাজের বিভিন্ন অবস্থা লক্ষ্য করলেও কোথাও একটা যেন তাঁর শান্ততা আমাদের সদা হাস্যরসে মজিয়ে রাখে। আর আশ্রমে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে ধরে রাখার জন্য একটাই মূল মন্ত্র মহারাজ-এর থেকে শেখা, "সহ্য কর্, টিকে থাক্, আনন্দে থাক্।"