বিকেল প্রায় পাঁচটা। অদ্বৈত জ্ঞান পীঠ (স্ত্রিয়: সমস্তা:) শাখার পূজনীয় অধ্যক্ষা ব্রহ্মচারিণী মধুরিমা মাতাজীকে মহারাজ ডেকে পাঠিয়েছেন। তিনি এসেছেন। রোজকার মত জিজ্ঞাসুরা বিকেল ৪-টেয় এসে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। বসার ঘরে মহারাজ, ব্রহ্মচারী শুভঙ্কর মহারাজ এবং মাতাজী বসে আছেন। মাতাজী মহারাজের সামনের সোফায় বসে আছেন।
মাতাজী তার এক বোনকে কথায় কথায় "সৎ" বলায়, কিছুক্ষণ কথা হওয়ার পর মহারাজ মাতাজীকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো, সৎ এর definition টা কি ?
মাতাজী -- 'সৎ' বলতে, যে, সব জায়গায় একরকম অর্থাৎ এখানে একরকম ওখানে আর একরকম নয়। যে ভেতর থেকে যেমন, ওপরে তেমনি দেখায়, সে আমার কাছে সৎ।
মহারাজ:- না না না না!! ভুল হয়ে গেল। যে মানুষ ভেতর থেকে অসৎ, সে যদি এমন পরিস্থিতিতে পড়ে যেখানে তাকে মিথ্যা বলতে হবে, সে পিছপা হবে না। কারণ তার জীবনে কোন উঁচু বিষয় নেই। নিচু বিষয় তাকে ভয় দেখাবেই। তার জীবনও পাতি, তার জীবনের উদ্দেশ্যও পাতি।
আর কিছু মানুষ তো মিথ্যা বলবেই, যাদের সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী দেখায়। জেনো তারা সবথেকে বেশি ভয় আর মিথ্যায় বাঁচে, শুধু সময়ের অপেক্ষা।
তারা নিচু থেকে নিচু কাজ করতেও পিছপা হবে না ।
কারণ আত্মবিশ্বাস এমনই যে বুক ঠুকে ভুল করবো। জগত এইসব মানুষ দিয়েই ভরে গেছে।
মহারাজ:- কি করে সে?
মাতাজি- ও একজন professional makeup artist💄💄।
মহারাজ :- ও বাবা! এই ধরনের কাজ জানো তো ওরা, কিসের জন্য করে? বিশেষ সময় কোনো বিশেষ মানুষকে সাজিয়ে বিশেষ কাজের জন্য পাঠায় এরা। মানে এনাদের কাজই মানুষের সত্যটাকে লুকানো। সত্য বলাই ধর্ম নয়, জীবনে সত্য থাকতেও তো হবে। তাহলে তো চোরের থেকে ডাকাতকে সৎ বলতে হয়। আগে দেখো তার জীবন, অন্তঃকরণ সত্যে সমর্পিত কিনা তারপর তে বাকি কথা, তারপর তো সততার কথা, বুঝলে...?
মাতাজী ক্রমশ বুঝতে পারলেন। বললেন হ্যাঁ মহারাজ, অনেক ভুল ধারণা ছিল।
এদিকে ঘড়িতে সন্ধ্যা ৬:২০। ৬:৪০ এর ট্রেন ধরে মাতাজীকে আশ্রমে পৌঁছাতে হবে। তাই সেই দিনের মতো নিজের প্রশ্নের ঝুলি গুটিয়ে নিয়ে মাতাজী প্রণামান্তে বিদায় নিলেন।