August 06, 2022 - BY Admin

'শ্রদ্ধা' ও 'পর্যবেক্ষণ'

'শ্রদ্ধা' ও 'পর্যবেক্ষণ'


জ্ঞানপীঠে google meet হয় মাঝে মাঝেই। দূরের বা আসতে যারা অপারগ, তাদের সাথে ব্যাক্তিগত ভাবে মহারাজ সময় দেন, তাদের সমস্যা সমাধান করতে। ৩০ মিনিট সময় নির্ধারিত থাকে। কিন্তু, বেশীর ভাগ ক্ষেত্রে তাতে কাজ হয় না। জিজ্ঞাসু একই কথা বারবার বলেন, ও মহারাজ নানাভাবে বোঝাতে থাকেন। এই সময় কখনো ৪০ মিনিট কখনো ১ ঘণ্টা বা তারও বেশীও হয়।


এমনই একজন কলকাতা নিবাসী ব্যাঙ্ক কর্মী প্রায় একসাথে ৬-৭ টি প্রশ্ন করেন। মহারাজ বলতে থাকেন। কিন্তু হঠাৎ-ই সে aggressive হয়ে ওঠে। বলে, "আপনি না শুনে, না বুঝেই আমাকে এসব বলছেন? কতটা জানেন আমার background?" ইত্যাদি। যদিও সে যা প্রশ্ন করেছিল, তার এক standerd উত্তরমাত্র মহারাজ দিয়েছিলেন। কিন্তু, তার মধ্যে "আমি অনেক জানি, দেখেছি," অথচ কোথাও আটকেছি এই ভাব। কথায় বিরাট স্ববিরোধী অবস্থান।


মহারাজকে আমরা সাধারণত ঝাড় দিতেই দেখি, কেউ এমন অহং প্রদর্শন করলে। কারণ, এটা purely জিজ্ঞাসুর agitation থেকে আসে। কিন্তু, মহারাজ নিজের শক্ত, দৃঢ় অবস্থান থেকে না নড়ে ধীরে ধীরে তাকে তার কেন্দ্রীয় ভুলটা ধরালেন। বললেন, "বারবার যদি একই স্তরের সমস্যা, ভুল হতে থাকে, পরিস্থিতি একই তৈরী হয়, তবে নিশ্চয়ই তার বীজ আমাদের মধ্যেই রয়েছে। ব্রহ্মচারী দেখল, মহারাজ নিজের অবস্থান বদলালেন না, attacking-ও হলেন না। শেষে তাকে warm welcome-ও করলেন। সাধারণ যে 'আচরণ' তার সাথে হয়তো এনাদের আচরণের কেন্দ্রে কোথাও বিরাট ফারাক থাকে। যার গভীরতা বোঝা বা prediction করা বড্ড কঠিন ব্যাপার। তাই হয়তো শাস্ত্র 'শ্রদ্ধা' ও 'পর্যবেক্ষণ' কথাগুলো বলেছেন।