March 17, 2023 - BY Admin

অকর্তা হও অকর্মা নয়।

মহারাজ আর আমি তখন ঋষিকেশে। মহারাজ বসে রামগীতা পড়ছেন।

এমন সময় আমি বললাম- "কাল Osho -র একটি Video তে শুনলাম, উনি বলছেন, কিছু না করা সবচাইতে কঠিন জিনিস।"

মহারাজ: আরো কঠিন কাজ আছে,শুনবি? সবকিছু কর কিন্তু কিছুই করিস না। আমি অবাক হয়ে বললাম- সেটা কিরকম?


মহারাজ: নদী দেখেছিস? সব সময় বয়ে চলেছে, কিন্তু নদীর জল কি কোথাও যাচ্ছে? নদী কোথাও খরস্রোতা হয়েছে, কোথাও মোহনায় গিয়ে সাগরের সাথে মিশেছে, কোথাও বা বরফ আকারে জমে আছে। কিন্তু জলের কি কিছু পরিবর্তন হয়েছে। সেই রকমই মনটাকে জলের মতো রাখ, আর কর্মকে নদীর নানান অবস্থার মত।

কর্ম তো থাকবে, কিন্তু নিজের জগৎকে যেন ভুলে না যাওয়া হয়।