November 07, 2022 - BY Admin

আধ্যাত্মিক হওয়ার অর্থ বুদ্ধিমান হওয়া

জগদ্ধাত্রী পূজার পরের দিন। ভোরে মঙ্গলারতি ও প্রার্থনা করে মহারাজ সিঁড়ি থেকে নামছেন। ওদিকে দুজন ভক্ত মহিলা ও মা পূজায় অন্যদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছেন একজন সুগায়িকা। 

মহারাজ জিজ্ঞাসা করলেন: "মায়ের নামগান হচ্ছে "স" কোথায়?


সঙ্গিনী বললেন: "ওর মেয়েটা একদম ছাড়তে চাইছে না, রাতে ঘুমায়নি, তাই আসতে পারছে না।"


মহারাজ: "দেখলেন তো! এটাই বন্ধন। এই জন্যই বুদ্ধিমান হতে বলি। আমরা বড্ড ভুল শিখে রেখেছি। মূল্যবোধ গুলোই এমন!"


সঙ্গিনী: "হ্যাঁ মহারাজ ঠিকই বলেছেন।"(উল্লেখ্য, ওনারও একটি পুত্র সন্তান রয়েছে)


মহারাজ: "না। এত সহজ নেবেন না। 'ঠিকই' বলার পরে সততার দাবি এসে যায়। আগে বুঝুন, আধ্যাত্মিক হওয়ার অর্থ বুদ্ধিমান হওয়া। এই যে বাচ্চাটা ওনাকে ধরে আছে, ওতে কি বাচ্চাটার কোন বোধ আছে? সে কি সুখ পাচ্ছে, সারারাত না ঘুমিয়ে? কেই বা জানে তার ভবিষ্যত কি হবে? তো মা বা বাবা হয়ে কি তাকে দৈহিক বা ভৌতিক বা বোধ দিয়ে সুখী করা গেল? না নিজে বোধের পথে আসা গেল? দুপক্ষেরই লাভ কি হলো? কিন্তু, মূল্যবোধই এমন বলে দেওয়া হবে, 'মা হওয়া বড় ব্যাপার' এখানেই ঠকে গেলাম। একেই আবরণ-বিক্ষেপ বলে। মায়া বলে। আর অন্য কিই বা আছে? যদি এমন হয় দুজনেই বোধের দিকে, আনন্দের দিকে এগোলো তো বেশ কথা। তবে, তা ৯৯% ক্ষেত্রেই সম্ভব হয় না। কারণ, তার জন্য বড় পাকা প্রজ্ঞা চাই। তা জীবনে প্রথম থেকেই থাকে না। তাই, বুঝে চলতে হয়। এটাই বলি বার বার। 


এই বলে মহারাজ চলে আসছেন। এমন সময় এক নবাগত প্রশ্ন করছেন: "মহারাজ, এখানে তবে এসে লাভ কি? এখন উনি বুঝেও কি করবেন?


মহারাজ: "কি বলছিস রে! এই যে উনি বা কেউ বুঝছে, এটা কি কম কথা! ১০০ টার মধ্যে গড়ে ৯৫% so called ধার্মিক প্রতিষ্ঠান এটা বোঝায়ই না। যে এখানে এসে continuously শুনছে, বুঝছে.. জানিস সে ভিতরে তীব্র সংগ্রাম শুরু করেছে। নাহলে নিশ্চিত ছিটকে যেত। কতজন তো আসছে। কজন লম্বা টানতে পারছে? যারা সূর্যের সাথে চলছে, তাদের আলোর সাথে চলার অভ্যাস হয়ে গেছে। পুরো জগত অন্ধকারেই সুবিধা পায়। যে আলোর সাথে আছে এটাই কি কম রে! আর কে কি করবে, সেটা সেই ঠিক করুক। তবে এটা জেনে রাখ, যা কিছু ঠিক, সুন্দর, অলৌকিক, Out of Capacity, অভিনব বলে মনে হয় তা এই 'বুঝে বুঝেই' এসেছে।"