May 27, 2022 - BY Admin

আপনার কারোর প্রতি কোন বিদ্বেষ নেই কেন?

আজ 25 শে মে বুধবার বিকেল 5‌ টা, মহারাজের সাথে দেখা করতে অদ্বৈত জ্ঞানপীঠে এসেছি। আমি মাঝে-মাঝে আশ্রমে আসি এবং যা কিছু প্রশ্ন থাকে তা মহারাজের কাছে উপস্থাপন করি, আজ সেই রকমই একটা প্রশ্ন আছে।


মহারাজ একটি ভিডিও লেকচার শেষ করে সবে মাত্র তাঁর ঘর থেকে বেরোল ও আমি তার সামনে গিয়ে প্রণাম করলাম।  মহারাজ কে বললাম,  মহারাজ একটা প্রশ্ন আছে।  মহারাজ বললেন  বল কি তোমার প্রশ্ন?


প্রশ্ন:- মহারাজ আপনি মাঝে মাঝে বলেন যে, আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই। আমি আপনাকে প্রায় এক বছর ধরে দেখছি ও বিভিন্নভাবে Observe করছি যে, সত্যি আপনার কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই।  যখন আপনাকে কেউ কোনো পার্সোনাল নেগেটিভ কমেন্ট করছে বা আশ্রমের জমি নিয়ে বাইরের লোকের সঙ্গে সমস্যা  বা আপনার সাধু জীবন নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছে, সর্বক্ষেত্রে তাদেরকে   সবাইকে যথাযথ উত্তর দিচ্ছেন কিন্তু তাদের প্রতি আপনার কোন বিদ্বেষ নেই, ক্ষমার ভাব আছে কেন?



মহারাজ:- এই কথার উত্তরটা খুব সহজ। কিন্তু খুব কাছের বলে বোঝা যাচ্ছে না। নিজের সাথে না ঘটলে বোঝা যাবে না। তুমি তখনই বিদ্বেষ মুক্ত হবে, যখনি নিজের প্রতি বিদ্বেষ রাখবে না। আমি জানি কথাটা একদম কোনো Sense তৈরি করবে না। কারন আমার উপরেও করে নি। তুমি নিজেকে যেদিন ঘৃণা করা ছেড়ে দেবে, সেদিন তুমি অন্য কেউ ঘৃণা করা ছেড়ে দেবে। তুমি যেদিন নিজেকে ভালবাসতে শুরু করবে, সেদিন অন্য কেউ ভালবাসতে শুরু করবে। কথাটা আপাত বিরোধী মনে হচ্ছে না? কিন্তু তাই-ই। নিজের অনন্ত ভুলকে যে ক্ষমার চোখে দেখতে পারে, সে অনর্থের টাও পারবে।  নিজেকে ক্ষমা করতে হয়। আমরা এতটাই অহংকারী যে, না নিজেকে ক্ষমা করতে পারি, না নিজেকে ভালবাসতে পারি। আমরা মনে করি কি?--আমি এরকম করলাম, আমি এত ছোট হয়ে গেলাম ছিঃ ছিঃ ছিঃ। এইটা হল মহাবিদ্বেষ। যে নিজেকে পাপী  হিসেবে দেখতে পেরে গেছে, সে অন্যের পাপ ক্ষমা করে দিতে পেরেছে।  কিন্তু আমরা মানতে চাই না যে, আমরা পাপী। আমরা ভাবি,  আমরা  মহাপূণ্যবান। তখন অন্যের মধ্যে পাপকে আমরা দেখি।


মহাপ্রভু যখন জগাই-মাধাই কে ক্ষমা করে, মহাপ্রভু নিজে বিষ্ণুপ্রিয়া ও লক্ষীপ্রিয়ার সম্পর্ককে ক্ষমা করে দিয়েছে। নিজে নিমাই হিসেবে যে ভুলগুলো করেছিল, সেই ভুলগুলোকে মহাপ্রভু ক্ষমা করেছিল। এই জন্যই জগাই-মাধাই কে ক্ষমা করতে পারল। কিন্তু আমরা পারি না। সেই জন্য ওদেরকেও পারব না। তুমি আর সে তো এক। একই স্তরের। তুমি নিজের ভুলগুলো ক্ষমা করে এগোতে পার নি। তুমি  ওদের ভুলগুলো কি করে ক্ষমা করবে?


তুমি যে দিন নিজেকে ক্ষমা করবে,  সেদিন তুমি এগোবে এবং তুমি এতো বড় হয়ে যাবে যে, অন্যে তোমার সামনে ভুল করলে, তুমি বলবে দাড়া; আমিও এককালে ভুল করেছিলাম।  যে নিজে এগোয়নি, সে অন্যকে এগোনোর জন্য পথ ছাড়তে পারবে না। সহজ জিনিস কিন্তু এটা বুঝতে একটু সময় লেগে যায়। কিন্তু যখন বুঝে গেলে, তখন চাইলেও বিদ্বেষ করতে পারবেনা। ইচ্ছা হচ্ছে রাগ করি, কিন্তু রাগ করতে পারবে না।