আমরা refreshed হচ্ছি না depressed হচ্ছি !!
স্থান - অদ্বৈত জ্ঞান পীঠ, দিয়াড়া
তারিখ - ০৭.০২.২০২২
বিকেল ৫ টা। প্রার্থনাকক্ষের কাঁচের জানালার ফাঁক দিয়ে একফালি রোদেলা চিঠিতে বিদায়বার্তা জানিয়ে সূর্যদেব আজকের মতো ফেরার তোড়জোড় করছেন.....।
বৈরাগ্যশতকম্ class চলছে। মহারাজকে ঘিরে সব ব্রহ্মচারী ব্রহ্মচারীনী ও গৃহি ভক্তরা। মহারাজের প্রতিটা শ্লোকের গভীর বিশ্লেষণ মনন করতে করতে কত ভক্তের জীবনসায়হ্নের উপলব্ধি যেন দিনান্তের ম্লান আলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এমন সময় এক ভক্ত এই ব্যখ্যার প্রসঙ্গে একটা প্রশ্ন করলেন ---
ভক্ত - মহারাজ, এখন বিজ্ঞান এত উন্নতি করেছে, কাজের গতি বেড়েছে, কত সহজে কত কিছু আমরা access করতে পারছি। আগের থেকে মানুষ অর্থনৈতিকভাবেও অনেক স্বচ্ছল হয়েছে। তাও এত মানুষ depression-এ ভুগছে কেন? বিশেষত আমাদের young generation যেন বড় বেশি depression-এর শিকার। এর কারন কি?
মহারাজ - দেখুন আমরা বিষয় ভোগ করছি বটে, কিন্তু বিষয় ভোগ করতে গিয়ে আমরা ভিতর থেকে বুড়ো হয়ে যাচ্ছি। আসলে কোন বিষয় যদি আমাদের আন্তরিক শান্তি না দিতে পারে তাতে বেশি দিন মন টেকে না। যে কোন বিষয় ভোগের শেষে বৃদ্ধত্ব আসবেই। ভোগ যত বেশি, জীবনে ততই সূক্ষ্ম এবং স্থুল ভাবেও আমরা শেষ হব। আমরা তো অ্যামেরিকার মতো হতে চাই ; এই দেশের হাতে অর্থ সবথেকে বেশি পারমানবিক ক্ষমতা সবথেকে বেশি। কিন্তু, দেখুন ওখানে 64% মানুষ active mental patients। কারন ওখানে ভোগ বেশি। দুটো সব সময় একসঙ্গে থাকে - প্রগতি আছে তো ধ্বংসও তার সঙ্গে থাকবে।