কৃষ্ণনগরে Seminar এ যাওয়ার পথে গাড়ির মধ্যে মহারাজ, দুই ব্রহ্মচারী আর আমি রয়েছি। বিভিন্ন কথোপকথন হচ্ছিল আমাদের মধ্যে।
Highway র চারপাশে এত হোটেল রেস্টুরেন্ট দেখে এক ব্রহ্মচারী বলে উঠলেন,
"রাস্তার পাশে এত হোটেল.. আদৌ এইগুলো চলে??"
মহারাজ: চলবে না মানে, শুধু মদ আর মাংস হলেই দেখবে কত চলবে। বেহুঁসির জন্য কিনা চলতে পারে... কোনো লক্ষ্মী গণেশের ছবি লাগবে না, মূর্তি লাগবে না, কোনো দিনক্ষণ লাগবে না, পুজো পাঠ কিচ্ছু লাগবে না, তুমি শুধু রাস্তার ধারে ড্রেনের ধারে দোকান খুলে দাও না... দেশী মদের। (সবার হাসি)
মানুষের দুঃখ যত বাড়ছে অ্যালকোহলের পরিমাণ তত বাড়ছে। যত খাচ্ছে ভুলে যাচ্ছে, মদ খাও আর ভুলে যাও। কারণ দুঃখ তো আর মেটাতে পারবে না, মেটাতে গেলে অনেক বড়ো বড়ো কাজ করতে হবে, অনেক দাম দিতে হবে।
ব্রহ্মচারী: কিন্তু ওরা তো দেখছে মদ খেয়ে সাময়িক সুখ মিটছে..
মহারাজ: (সঙ্গে সঙ্গে) বার বার সাময়িক খাবো..বেঁহুশিতে জীবন কাটাব। এরা তো নিজেদের অত দূর ভালোবাসেই না যাতে নিজের পুরোপুরি রোগ সেরে যাবে।
আমরা চুপচাপ ভাবতে লাগলাম বিষয়টা নিয়ে আর গাড়ি তার নিজের ছন্দে চলতে লাগলো।