October 16, 2024 - BY Admin

আসক্তি

রেকর্ডিং রুমে মহারাজের সাথে কথা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। 

আমি একটা পুরনো কথা টেনে বললাম --- আপনি সেদিন যেকোন একটি বিশিষ্ট বিষয়ে

নির্ভরশীল না হওয়ার কথা বলেছিলেন; তারপর ভাবনা চিন্তা করে দেখলাম, আমি সত্যিই ঐ বিষয়টিতে নির্ভরশীল কিনা। তখন দেখলাম যে, আমি আদপেও ঐ বিষয়টিতে নির্ভরশীল নই, বরং আপনাতে নির্ভরশীল।


তিনি :-- দেখো, আসক্তি এই জগতের সহজ অভিব্যক্তি। এ ছাড়া জগতের দ্বন্দ্বের খেলা চলে না। স্বামী-স্ত্রী, মা-সন্তান এরা বেশিরভাগ তো আসক্তিতেই আছে। তুমি যদি আমাতে আসক্ত থাকো, তবে তাও একই ব্যাপার। Quality wise ওটাকেও আসক্তিই বলব। কিন্তু, মূল কথা হল যার বা যে বিষয়ের প্রতি তুমি আসক্ত সে কি তোমাকে নিরালম্ব করছে? সে তোমার আন্তরিক শক্তি বাড়াচ্ছে, না উল্টে দুর্বল করছে? এটা মাপদন্ড।


 যাকে তুমি "আমার গুরু" বলছো, সে কি তোমাতে গুরুতার জন্ম দিতে সাহায্য করছে? নাকি তোমার অসমর্থতায় কান্নার কাঁধ হয়েছে? যে তোমার স্বামী বা স্ত্রী,বন্ধু, বাবা, মা- তারা কি তোমায় ধ্যানের দিকে নিয়ে যাচ্ছে? স্ব - অবলম্বন করছে? নাকি তাদের উপর নির্ভরশীল করে রাখাতেই খুশি? আর তুমিও নির্ভর করে জীবনের দায়িত্ব ভুলে রয়েছ?


 যদি উত্তর আসে," হ্যাঁ! আমি প্রগতি করছি।"-তবে কোন অসুবিধাই নেই। এমন আসক্তি শুভ।


আসক্তি জীবের কেন্দ্রের বিষয়, তাই একে এড়িয়ে না গিয়ে এমন কোন ব্যক্তি, বস্তু বা ধারণাতে আসক্ত হয়ে যাও, যা তোমাকে তোমার দিকে এগিয়ে দেবে।


আমি :-- হুম! হয় নিরাসক্ত নতুবা বুদ্ধে আসক্ত! আমাদের সকালে যে chat হলো whatsapp-এ, তার দিকে তাকালে দেখতে পাব যে, কথাবার্তা যেন ধীরে ধীরে অন্য মাত্রায় চড়ছে। তার এক স্তরে মৌনতা, সেখানেই বিরাম।আমি নিজেতে চুপ হয়ে গিয়েছিলাম।


তিনি :-- এই সম্পর্কই তো সাধারণত হয় না। তাদের chat box খুললে দেখবে, এত স্থূল আর বাইরের দিকে টেনে নেওয়ার আলোচনা এবং ক্রম অবনতি যে, কথাই বলা যায় না এই নিয়ে। তখনই ব্যক্তিত্ববোধ গাঢ় হয় -- কথা ছিল শূন্য হয়ে ওড়ার, কিন্তু কাঁকড়ার মত একে অপরকে টানতে ব্যস্ত।


আমি :-- এই সম্পর্ককেই বলে দুই শূন্যতার মেলবন্ধন।


তিনি :-- দুটি নদী একে অপরকে বয়ে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করল। যেই সমুদ্রে মিশল, এবার আর উপায় রইলো কোথায় নিজেদের identify করার? এমন সম্পর্ক বড্ড বিরল। বেশিরভাগ ক্ষেত্রেই একে অপরের ego feed up করতে থাকে। শেষে অহংকারের অসীম চাহিদা যখন মেটানো অসম্ভব হয়, তখন কামড়া-কামড়ি, পুরাতন কাদা ঘাটা, কেচ্ছা ইত্যাদি চলতে থাকে। মজার কথা হল, বেশিরভাগই একে জীবন বলে। তাই বলি, জগৎ আসক্তির আখড়া। কার সাথে আসক্ত হবে, তা তুমি নির্বাচন করে নাও। আর এখানেই ব্যক্তির ধ্যানের প্রয়োজন হবে।


আমি(মনে মনে) :-- আসক্ত হলে তোমাতে হবো, প্রেমে থাকলে তোমার মাধ্যমে আমাতে থাকবো।