একদিন রাতের বেলা খাবার পরে আমরা কয়েকজন ব্রহ্মচারী মিলে মহারাজের ঘরে পূজার আলোচনার জন্য বসলাম। আলোচনার পরে প্রকৃতির অবক্ষয় প্রসঙ্গে কথা বলতে বলতে আমি বললাম, "মহারাজ তুর্কিতে যে ভূমিকম্প হয়েছে তা খুবই বিধ্বংসী ছিল।"
তিনি: দেখো, প্রকৃতিকে প্রকৃতির ছন্দে চলতে না দিলে তা নিজেকে পুনর্নির্মাণ করার জন্য বিদ্রোহ করবেই। কলকাতায় মাটির নিচে মেট্রো করা হচ্ছে এবং তার ফলে বহু বাড়ি ভেঙে পড়েছে। ওখানকার মাটি উপযুক্তই নয় এসব কিছুর জন্য। তবুও আমরা তথ্য ignore করে so called development করছি ।
আমিঃ হ্যাঁ, আমরা প্রকৃতিকে তার ছন্দে চলতে দিচ্ছি না।
তিনি: মানুষ চাইছে প্রকৃতিকে তার নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে, যেটা অসম্ভব। প্রকৃতি সবার জন্য। প্রকৃতি কখনো প্রজাতির মত করে চলে না। প্রকৃতি যেমন, প্রজাতিকে তার সঙ্গে মানিয়ে চলতে হয়।
আমিঃ তাহলে তো আমরাও একদিন শেষ হবো।
তিনি: হ্যাঁ, অবশ্যই। এরকম চলতে থাকলে আবারও ভূমিকম্প হবে, তখন দেখবে আমাদের বাড়ি,আশ্রম সব মিশে যাবে মাটির সঙ্গে, সেখান দিয়ে গজাবে নতুন ঘাস।
( হাসতে হাসতে ) আর ছাগল ঘাস খেতে এসে বলবে, আমাকে তো আসতে দিতিস না এখানে,এবার কে আটকাবে আমায়!