November 22, 2022 - BY Admin

এই আশ্রম না থাকলেও, একটা মুচকি হাসি থাকবে

মহারাজ ঋষিকেশ যাবেন। সাল ২০২২।খুব ব্যস্ততা। এদিকে আমি বাড়িতে বসে একটা কথার মানে ঠিক বুঝতে পারছিলাম না। কথাটা স্বামী বিবেকানন্দের একটা উক্তি --" যাই প্রভু যাই, মৃতের সৎকার মৃতেরা করুক, যাই প্রভু যাই "। তো মহারাজকে phone করে বললাম। মহারাজ বললেন পরে বলবেন একটু সময় হলে। অপেক্ষায় রইলাম। ঋষিকেশ যাবার আগেরদিন গাড়িতে উঠে মহারাজ আমায় phone করলেন। 

মহারাজঃ- বলো, কি বলছিলে ?

আমিঃ-  স্বামীজীর  ঐ কথাটা... মানেটা ঠিক বুঝতে পারছিনা। 

মহারাজ :  দ্যাখো,"যাই প্রভু যাই "কথাটা স্বামীজী অত্যন্ত উচ্চস্তর  থেকে বলেছিলেন। স্বামীজি সারাজীবন ধরে যে এত কর্মকাণ্ড করলেন কিন্তু তারসত্ত্বেও উনি খুব ভালো করেই জানতেন যে তিনি কিছুই করেননি।তিনও অকর্তা। কারণ স্বামীজী বেদান্তকে গুলে খেয়েছিলেন। আর যিনি বেদান্ত বুঝেছেন তার মধ্যে না,যেন একটা মুচকি হাসি থাকে।সে সব কিছু করেও এই কথাটা অনায়াসে বলতে পারে, এই সব মিথ্যে, এর কিচ্ছু কিছুই না। 


এই যে তোমাদের বলি না- পাওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই, এটা কিন্তু একটা central understanding. এটা কোন practice -এর ব্যাপার নয় যে,  practice করে করে কেউ বলবে।দপ্ করেই হয়।এক্ষেত্রে একজন আধ্যাত্মিক ব্যক্তি যত কর্মকাণ্ডই করে থাকুক না কেন,সে যে কোন মুহূর্তে বলতে পারে যাই প্রভু যাই।এবং সেক্ষেত্রে তার কিন্তু এতে কোনো কষ্ট থাকে না।



এটা একটা অদ্ভুত জিনিস। এটাই মাত্র হয়তো অলৌকিক ব্যাপার।  আর স্বামীজি এটাও জানতেন যখন তিনি কর্ম করছেন তখনও প্রভুই ছিলেন এবং যাওয়ার সময়ও প্রভুই থাকবেন।তিনি না কখনো জগতের জন্য করেছেন, না জগত ছেড়ে যাবেন।এ বড় সহজ স্থিতি।


তুমি আমার সাথে চলছো বলে বলছি, ধরো এই আশ্রমটা রইল না, তখন আমি কি করবো? হয়তো শুধু মুচকি একটা হাসি থাকবে আর বলব এটা আমার ছিল কবে?  এটাই হলো central understanding. এটা নাহলে মজাই হলো না।


আধ্যাত্বিক ব্যক্তি তোমার দুঃখে হয়তো কেঁদেও দেবে আবার কানের কাছে এসে বলবে,"তোর দুঃখটাই তো মিথ্যে, চল্ খেলতে যাই ।"



আর একটা জিনিস মাথায় রেখো। আধ্যাত্মিক ব্যক্তি কখনো হতাশ হন না। হয়তো পিছিয়ে আসতে পারেন, হয়তো তার কাজের ধারা পরিবর্তন করতে পারেন, কিন্তু হতাশ তারা কখনো হন্ না। কারণ,তারা কখনও আশাই করেননি। তবে এটা বোঝার জন্য  একটা স্বাদ দরকার হয়। শুধু শুনে এটা হয় না। স্বামীজীর মত আধ্যাত্বিক ব্যক্তিরাই এই কথাগুলো অতি অনায়াসে বলে দিতে পারেন।