আজ সকালে মহারাজকে অনুরোধ করার পর উনি কিছু প্রশ্নের recording করতে রাজি হলেন। একজন ব্রহ্মচারী recording এর সমস্ত কিছু বন্দোবস্ত করছিলেন। আমি গিয়েছিলাম তার কাছে একটা অন্য ভিডিও নিয়ে কথা বলার জন্য। যথারীতি কার্যকলাপ চলছিল, হঠাৎ মহারাজ recording room এ প্রবেশ করলেন। Recording এর দায়িত্বে থাকা ব্রহ্মচারী বলে উঠলেন " আপনার গেঞ্জিটার সাথে ধুতির রংটা ঠিক খাপ খাচ্ছে না । গেরুয়া শালটা পরে বসতে পারেন।" কিন্তু তিনি সাদা একটা শাল দেখিয়ে বললেন - "এটা পরে বসবো, তাহলে হবে তো?"
ব্রহ্মচারী: হ্যাঁ ! তাহলে ঠিক আছে।
আমি: মহারাজ আপনার ধুতিটা orange আর গেঞ্জিটা saffron colour এর হয়ে গিয়েছে।
মহারাজ: একই রং কিন্তু দুটো আলাদা কাপড়ের (material) ধুতি এবং গেঞ্জির উপর করা হয়েছে ফলে দু'রকম ভাবে ফুটে উঠেছে । ঠিক যেমন একই গুরু কিন্তু শিষ্যদের চেতনার স্তরভেদে ভিন্নভাবে প্রকাশিত হন।
ব্রহ্মচারী ( আমাকে উদ্দেশ্য করে ) : একটা ব্লগ হয়ে গেল তাহলে।মহারাজের কাছে যখন থাকবে সবসময় রেডি থাকতে হবে। কখন যে কি হয়ে যাবে বুঝতেও পারবে না।