November 20, 2022 - BY Admin

এ কি রে ভাই! টবের গাছের সাথেও মুক্তির সম্পর্ক

বাগানে মহারাজের খুব interest । সকালে recording - এর পরেই এক অলিখিত নিয়ম। উনি বাগানে ঢুকে literally labour - এর মতো কাজ করেন। মহারাজ আর 2-4  দিনের মধ্যে হৃষিকেশ-এর উদ্দেশ্যে বেড়াবেন। তাই, টবের গাছগুলোর মাটি কুপিয়ে দিচ্ছেন । সার দেবেন । ছেলেদের ডেকে বলছেন, "আমি চলে যাব, যেন এগুলো বেঁচে থাকে। এরা কপট নয় যে , যত্ন সত্ত্বেও আপনিই মরে যাবে। আবার এমনও নয় যে আপনিই এদের বৃদ্ধি  আটকে যাবে । সহজ নৈসর্গিক সিদ্ধান্ত গাছপালা। এদের সঙ্গ করিস। এরা বেইমান নয়।"


হঠাৎই বললেন, দেখ, এই যে  টবে গাছগুলো আমাদের ভালো লাগে বলে রেখেছি। তাই এতো nurture করতে হচ্ছে। যদি মাটিতে ওই গাছগুলোর মতো (বাগানের জবা গাছ দেখিয়ে)ছেড়ে দিই, এতো দায়িত্ব নিতে হয় না । ও নিজের স্বাভাবিক প্রগতিতে বাড়বে। এই যে মা -রা বলে দায়িত্ব কর্তব্য আছে ,আসলে তারা নিজের স্বার্থের প্রয়োজনের বন্ধনে কিছুকে বেঁধে রেখেছে । নিজেকে সাজাতে ,তাদের দরকার, তাই ঐ বস্তু -ব্যক্তির প্রতি দায়িত্ব বোধ feel করে । ঠিক যেমন - গাছগুলো 2 দিন হলেই ভাবছি , ওতে জল ,সার দিতে হবে । সংসারেও তাই, বাবা-মা সন্তানের প্রতি বা সন্তান বাবা- মায়ের প্রতি ,স্বামী-স্ত্রীর প্রতি এতো দায়িত্ব বলে কেন ? কারণ নিজের অহংকারের টবে বেঁধে রেখেছে ,নিজের প্রয়োজনে ।


আবার দেখ ,এটা না করলে গাছগুলো ও মাটিতে বাড়ে, রোদ,জল পোষণ নিজেই জোগাড় করে নেবে । অনেক ভালো থাকবে। ও তুমিও বাইরে গেলে, 'জল কে দেবে?' মুক্ত করার দায় নেবে ও মুক্ত হয়ে যাবে। কিন্তু বাসনাই বন্ধন হয়। তাই এ কথা বেকার বলা যে, আমার কিছু চাই না, অথচ দায়িত্ব আছে । এই কথা বলে এক আশ্রমিককে ডেকে বললেন , ঐ দিকের জমিটা তৈরি হলেই এই সব টবের গাছগুলো মাটিতে পুঁতে দিস।

আমাকে বললেন," মুক্ত থাকো, মুক্ত রাখো। কি বলিস!"