December 16, 2022 - BY Admin

গুরু কৃপাহি কেবলম্

কাল শ্রী শ্রী মা সারদার জন্মতিথি উপলক্ষে পূজা হয়ে গেলো। 'মানুষের ঢল ' অবশ্য নামেনি। কিন্তু আনন্দের ব্যাপার ভিড়ের মধ্যে ১০ - ১২ টি নতুন মুখ দেখা গেলো। তেমনই এক আগন্তুক আমার সাথে কথা বলছিলেন। 


আগন্তুক : আমি তারকেশ্বর থেকে আসছি। এই প্রথমবার এলাম। আপনাদের সাথে থেকে ভালোই লাগছে।

আমি : ধন্যবাদ।

আগন্তুক : আসলে মহারাজের কথা আমরা দুই স্বামী - স্ত্রী প্রতিদিন শুনি। এত সুন্দর লাগে, কি বলবো!

আমি : স্পষ্ট সত্য বলেন তো তাই ভালো লাগে।

আগন্তুক : (উত্তেজিত হয়ে) হ্যাঁ! একদম খাপ খুলে রেখে দেন। কোন রেখে ঢেকে কথা নেই। বাকি সব ধার্মিক প্রতিষ্ঠানের মত নয় - পিঠ বাঁচিয়ে চলেন না।

আমি: এভাবে সহায়তা করে যান। এটাই দরকার।  সামনে ১২ ই জানুয়ারি, স্বামীজির তিথিপূজা  আসছে। আসবেন আবার।

আগন্তুক : দেখি এখন! চাকরি করি তো, গলায় chain বাঁধা। বয়স হয়েছে ইচ্ছা থাকলেও আসতে পারিনা।


আমি বিদায় সম্ভাষণ শেষ করে অন্য কাজে লেগে পড়লাম। তারপর মাথায় মহারাজের দুটি কথা খেলতে লাগলো।


) সত্য কথা যে বলবে, তারই তো গলার জোর হবে।

২) সঠিক কর্ম করে যা, কোথা থেকে যে সহায়তা আসবে তা খুঁজেও পাবি না।


উক্তিদ্বয়ের এর থেকে ভালো প্রক্ষেপণ আর কি হতে পারে ?