মহারাজের সাথে গাড়িতে চলেছি।পিছনে বসে। হঠাৎই নিজের অভিজ্ঞতা থেকে বললাম-
আমি: গোপনীয়তার একটা রস আছে, কি বলেন ?
মহারাজ: গোপনীয়তায়ই রস দেয়।
আমি: কিন্তু openess এরও একটা রস আছে।
মহারাজ: হুম্। সেটাও একটা দিক।
এবার অন্য একজনকে বললেন - গোপনীয়তায় রস থাকে কেন বলতো ? সে বললো একটু ভাবতে হবে। এই বলে সে ভাবতে শুরু করলো। তারপর আমাকেই জিজ্ঞাসা করলেন - " এই বিষয়ে তোমার কি মনে হয় ?"
আমি: গোপনীয়তা আমাদের মধ্যে "আমার" বোধকে উদ্দীপ্ত করে তোলে। তাই যে কোনো গোপনীয়তাই আমাদের রসের খোরাক হয়।
মহারাজ : আসলে গোপনীয়তায় কোন রসই নেই। এটা শুধু আমাদের চিন্তাকে ঐ বিষয়ে promote করে দেয়। আর এখানে থেকেই কল্পনার পাহাড় তৈরি হয়, সংসার শুরু হয়। ঠিক এই কারণেই রস বলে বোধ হয়। যে বিষয়টিকে আমরা গোপন রাখি, সেটাকে "আমার" বলে দিই। তার ফলে "আমার" বোধ prominent হয়। সেখান থেকে আশার জন্ম এবং বিষয়টি চক্রাকারভাবে চলতে থাকে।বিষয়টা গোপন,এটাই Speciality দেয়।হয়তো অতি সাধারণ জীবনের অভিব্যক্তি।কিন্তু,গোপন মানেই "আমার বিশেষ কিছু আছে।"এতে আমাদের অহংকার নিজেকে বিশেষ বা ব্যক্তিত্ব নির্মাণ করতে পারে। তারপর চলে,যেমন ইচ্ছা কল্পনা করার সুবিধা।আর এই স্বচ্ছন্দ কল্পনার জন্যই ব্যক্তি গোপন রাখে।যত প্রকাশিত থাকবে ততই বিশেষত্ব কমে,আশার পাহাড় জীবনের বাস্তবতার আঘাতে ভাঙে।
জগতে মজা আছে কোথায়!সব মজা তো কল্পনায়।জগতের শুকনো ভাব কল্পনা ও আশার রসে ভিজে তবে মজাদার বোধ হয় ও মানুষ ছোটে।নাহলে বেশিরভাগ আমাদের কর্ম বিরতি হয়ে যাবে।
আমি ভাবতে লাগলাম্।