মহারাজ একটা কথা প্রায়ই বলে থাকেন 'সঠিক সঙ্গ আর সঠিক কর্ম ' এই দুটোই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর মহারাজের সাথে সঙ্গলাভের সৌভাগ্য আমার বেশ কিছু হয়েছে। সেখান থেকে দেখেছি মহারাজ যেকোন আলোচনার মধ্যে কিভাবে বেদান্তের জ্ঞানকে ঢুকিয়ে দেন এবং তা এতই practical যে তা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ভীষণ ভাবে জড়িত। সেই রকমই একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে...
একদিন মহারাজের সাথে রাস্তায় হাঁটছি, আর আলোচনা চলছে মাছ মাংস খাওয়া নিয়ে। মহারাজ বলতে লাগলেন, ছোট বয়স থেকেই যদি কোন বাচ্চাকে মাছ, মাংস খাওয়ার অপকারিতা সর্ম্পকে সঠিকভাবে জানানো যায় তবে দেখবে ওরা বড় হয়ে আর তা খেতে পারবে না। আসলে এই খাদ্যাভ্যাসটা সম্পূর্ণ মানসিক। তা না হলে দক্ষিণ ভারতীয় বা মহারাষ্ট্রের বেশিরভাগ লোক কি করে নিরামিষ খাচ্ছে দিনের পর দিন আর আমরা বাঙ্গালীরা কেন মাছ ছাড়া খেতে পারছি না? কারণ হলো- এটা আমাদের সংস্কারের মধ্যে ঢুকে গেছে যে মাছ ছাড়া খাওয়া যায় না! তাই খুব ছোট বয়সেই বাচ্চাকে সংস্কারিত করতে হয় সঠিকভাবে। ওদের সামনে তথ্যের প্রস্তাব তুলে ধরতে হবে যে " বিষয়টা এইরকম।"
যখন ওরা বড় হবে তখন তো প্রলোভন আসবেই, সেটাকে তুমি ঠেকাতে পারবে না। বয়স ১২- ১৪ হলে আর তোমার কথা নিতে চাইবে না।কিন্তু যদি আগেই ওদের সামনে higher ideal ও একটা value system এবং কিছুটা অভ্যাস থাকে তখন ওদের মধ্যে একটা বিচারবোধ কাজ করবে কোনটা ঠিক আর কোনটা ভুল।কিন্তু,"এখন তো ছোট!এখন একটু খাক্।ওরা পারবে না!"- এসব বেকার কথা আমরা বলি।
মোদ্দা কথা,Antibody দিয়ে রাখতে হবে যাতে Virus attack করলেও যেন immunity তৈরী থাকে, ক্ষতি না হয়।আর এক্ষেত্রে অভিভাবকদের উচিত ছোট থেকেই বাচ্চাকে তার মন বুঝে সঠিকভাবে guide করা।
সুযোগ বুঝে এমন উদাহরণ দেওয়া যাতে সে বুঝতে পারে। যেমন ধরো তুমি বললে, "এত যে গরম বাড়ছে , তার অন্যতম কারণ এই মুরগি, ছাগল মেরে মেরে খাওয়া। কারণ, এদের বড় করতে প্রচুর খাবার দরকার। আর তার জন্য দরকার প্রচুর শস্য। চাষ করতে হলে জায়গা চাই।ফলে সব গাছ কেটে ফেলা হচ্ছে। এত গাছ কাটার জন্য পরিবেশ দূষণ হচ্ছে। আর তার ফলে গরম বাড়ছে। এবার বল এটা কি উচিৎ?এত গরম বাড়লে কি সবাই কষ্ট পাবে না?" এইভাবে সহজ করে বললে দেখবে ওরা সহজেই সেটা গ্রহণ করবে।
যেটা ভুল সেটা যদি কোন বাচ্চাকে ছোটবেলাতেই ঠিক করে দেওয়া যায় তাহলে অনেক বড় সমস্যা থেকে সে বাঁচবে কিন্তু বড় বয়সে যদি তা ঠিক করতে হয় তবে, অনেক চোখের জল ঝরাতে হবে।কারণ কেউ নিরামিষ বা সংযম বলবে কিন্তু fact কি? তা ওদের সামনে আনবে না।ওরা প্রচলিতে ভেসে যাওয়া ছাড়া কোন বিকল্প পাবে না।শিশুকালেই তা দিয়ে দাও।
এইভাবে মহারাজের সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার অনেক কিছু পরিষ্কার হয়ে গেলো।