August 17, 2023 - BY Admin

জীবনই আমাদের সাহায্য করে

রাত দশটা। মহারাজ তাঁর রুমে বসে বই পড়ছেন। আমি বললাম - মহারাজ! আপনি যে বলেছিলেন, আমার ধ্যানের( নিজেকে সময় দেওয়া,জাগ্রত থাকা) অভাব হচ্ছে, কথাটা সত্য। কিন্তু আমি এই দুই দিন যাবৎ ধ্যান করে বুঝলাম যে,আমার যেটা খুব বড়ো সমস্যা বলে মনে হয় তা হল... 




তিনি - এতটা অবধি শুনেই বললেন -খুব বড়ো সমস্যা!! (মুখে একটা আলতো হাসি)


আচ্ছা বল্ তোর সমস্যা। তারপর যথারীতি সমস্যা বলি এবং মহারাজ সবকিছু শুনে বলেন, এই যে তুই নিজের সমস্যা নিজেই ধরে ফেলেছিস, এটা খুব বড় একটা কথা নয় কি!এবার ঐ সমস্যার উপর কাজ কর।


 আমি - কি কাজ করবো?


দেখ্ প্রথম কাজ হলো, ঐ সমস্যার ভাব যখনই মনের মধ্যে আসবে, তখনই Alert হয়ে যাবি।একটু সচেতন হবি।যেন একটু ধ্যানে বসা।




এরপর তিনি আরও কয়েকটা কথা বললেন -- সেগুলো মনে নেই, কারণ,আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম প্রথমেই - সেই আলতো হাসিতে। বাকিটা সহজ ছিল।




        গুরু তার শিষ্যদের এতটাই ভালোবাসেন যে,প্রথমেই Best উপায় বাতলে দেন, যা কিনা ultimate. যদি না শিষ্য বুঝতে পারে,তখন তার উপযুক্ত কথা বলতে থাকেন। ঠিক যেমন,গীতার প্রথমেই সাংখ্য যোগ।বুঝলাম সচেতনতা, কৃতজ্ঞতা আর ধৈর্য্যই জীবন গড়ে।আর এগুলো একই। জীবনই নানারুপে সহায়তা করে ।