June 21, 2023 - BY Admin

জীবনের বাগান পরিচর্যা

মহারাজ আর আমি একদিন বাগানে গাছ দেখতে গেলাম।মহারাজ বাগানের যত্ন নেন।আমরা সহায়তা করি।সেদিন গাছগুলোর অবস্থা দেখছিলেন।



"কিছুক্ষন বাগানে ঘোরাঘুরি করার পর উনি বললেন-দেখো আগাছাগুলোর কিন্তু কোন পরিচর্যা না করাতেই তারা কেমন তরতরিয়ে বেড়ে উঠছে! অন্যদিকে গাছগুলিকে এত পরিচর্যা করেও বৃদ্ধি সেই হারে হচ্ছে না (আগাছার সাপেক্ষে)। ঠিক এরকম ভাবেই আমাদের জীবনের যা কিছু lower aspects, সেগুলি easily বিস্তার লাভ করে।নেতিবাচক দিকগুলোকে ডাকতে হয় না।আপনিই চলে আসে। অন্য দিকে Higher aspects গুলিকে পোষণ করতে হয়, protect করে আগলে রাখতে হয়।"


আবার দেখো,বলা হয়, যে মাটিতে আগাছা অধিক আসে,সেই মাটিতে রস আছেই।তো গাছ লাগালেও ভালোই হবে।তেমনি যে উদ্দন্ড,প্রাণবন্ত হয়ে উৎপাত করতে পারে,তাতে জীবন্ততা আছে। সে এতটা সক্রিয় হয়ে জীবনের উচ্চতার দিকেও এগাতে পারবে।


আমার কানে কানে কে যেন বলে দিল 'যতনে হৃদয়ে রাখো আদরিনী শ্যামা মাকে।' সত্যিই তো জগতে কতজন আর বেদ, উপনিষদে এসব পড়ছে বা সত্যকে গুরুত্ব দিচ্ছে, তার থেকে অনেক বেশি লোকজন তো শুধু corporate office গুলোতেই পাওয়া যায়।

এর সাথে,এটা পরম আশা যে,ঐ একই জীবন মহাত্মাও হতে পারে।