September 07, 2024 - BY Admin

জ্ঞান পীঠের প্রতিষ্ঠা

অফিসে বসে ব্রহ্মচারী মহারাজেরা ও আমি কাজ করছি আর upcoming অনুষ্ঠান নিয়ে কথা হচ্ছে।


হঠাৎই মহারাজ এলেন। এসেই বললেন, "দেবু, foundation day-এর post কি বানানো হয়ে গেছে?


দেবু মহারাজ- হ্যাঁ। আজ থেকে ছাড়বো। কেন?


তিনি - 19th September কী বার?


দেবু মহারাজ - বৃহস্পতিবার।


তিনি - একটা কাজ করো। অনুষ্ঠানটা রবিবার করে দাও। সবাই আসতে পারবে।

আমি - (মনে মনে) এ আবার কেমন হলো? প্রতিষ্ঠা দিবস কি বদলানো যায়?


তিনি ( নিজে থেকেই বললেন)- জ্ঞান পীঠের প্রতিষ্ঠার তো কোনো নির্দিষ্ট সময় হতেই পারে না। আমার মধ্যে তো ধীরে ধীরে জ্ঞান পীঠ গড়েছে। এর কোনো নির্দিষ্ট স্থান ও সময় নেই। যেখানে যে জীবনের সাথে জুড়েছে, সেখানেই জ্ঞান পীঠ মাথা চারা দিয়েছে।

তাই, যে দিন, যে ভাবে ধ্যানী, সাধক, মুমুক্ষুরা মজলিস করতে পারবে, সেটাই জ্ঞান পীঠের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠার সময়ও আমি পঞ্জিকার থেকে সবার উপস্থিতিকে বেশী গুরুত্ব দিয়ে রবিবার অনুষ্ঠান করেছিলাম। এবারও তাই হোক।

তোমরা এই দুটোই মাথায় রেখো। ১৯ তারিখ জেনো তথ্য আর ২২ তারিখ জেনো তত্ত্ব। ১৯ তারিখ জ্ঞান পীঠের তথ্য। ২২ তারিখ ধ্যানীর সমাগম।


তাই, ২২ শে ১৯ শের অবস্থান।

ধ্যানের চোখে জীবনের তথ্যকে দেখা। জীবনের ঘটনা শেষ কথা নয়। তাকে ধ্যানের আধার দিও। এই দুইয়ের blending-এই মাত্র জীবন সর্বাঙ্গীণ হয়।