April 10, 2024 - BY Admin

ত্বমেব সর্বং মম দেবদেব

আচ্ছা মহারাজ এই যে গুরু তাঁর শিষ্য কে বকছেন বা গায়ে হাত তুলছেন এইগুলো প্রেম থেকে হয় কিছুটা বুঝতে পারছি। কিন্তু শিষ্যও তাঁর গুরুর সাথে উচ্চস্বরে কথা বলছে আবার অনেক সময় ছোট বড় কথা অজান্তে মুখ থেকে বেড়িয়ে পরে, এরকম উদাহরণও আছে, এগুলো ঠিক বুঝতে পারছি না। 


মহারাজ তখন বললেন- "এটাও তো প্রেম। যেমন দেখ না বাবা ছেলের সাথে ঝগড়া হচ্ছে বলে কি বাবা ছেলেকে ভালবাসে না, নাকি ছেলে বাবাকে ভালোবাসে না। এগুলোও সম্পর্কের একটা দিক। হতেই পারে। আমরা "না" বলছি এটা আমাদের মানসিক pattern,এগুলো করা উচিত নয় বলে জানি।


আমি বললাম - "আমরা আপনাকে ভালোবাসছি এটাও তো একটা বন্ধন ? আপনার না থাকাতে বা কেউ আপনার থেকে দূরে থাকলে খারাপ তো লাগবেই! মন তো খারাপ হবেই! 


মহারাজ: ওটা খারাপ না, শেষতম ঐ বন্ধন ওটা থাকা উচিত। শিষ্য সব ফেলে দেয় কিন্তু গুরুকে ফেলতে পারে না। ওটা ছেড়ে দিলে সব গেল। গুরু-শিষ্যের সম্পর্ক তো Divine Marriage, শাস্ত্রে পিতা-মাতাকে কত সন্মান দেওয়া হয়েছে‌। মা কে বলা হয়েছে ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী' — স্বর্গের দেবীদের থেকেও বড়। আর পিতার ক্ষেত্রেও তাই  পিতাকে প্রণামের মন্ত্রের শেষে বলা হয়েছে ‘প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা।'


কিন্তু গুরুকে প্রণামের সময় সব বলে দেওয়া হয়েছে, বলছে—

“ত্বমেব মাতা চ পিতা ত্বমেব

 ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব।

 ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব 

ত্বমেব সর্বং মম দেবদেব।।”


আবার গুরুকে জগৎগুরু বলা হয়। সঙ্গীত শিল্পীরা গুরুদের নাম নেওয়ার আগে কানে হাত দিয়ে নাম নেয়, সম্মান জানানোর জন্য।


আমি বললাম কিন্তু মহারাজ ঐ কথাটা ঠিক বুঝতে পারছি না, গুরুও তো বন্ধন?


মহারাজের দেওয়া উত্তরে আমার মনে পড়ছিল মহারাজের ভিডিও রেকর্ডিং এর একটা কথা। বলছিলেন গুরুর কাজ হল, বাগানের লিলির মত, প্যাকেটের কন্টেনার থেকে প্রখর কড়া রোদের তলায় গাছটাকে লাগনোর জন্য তৈরি করে দেওয়া। যাতে সে নিজের জল খাদ্য সে নিজেই তৈরি করতে পারে এবং ছায়া প্রদান করতে পারে। বাগানের মালি যদি বলে আমি গাছকে এত ভালোবাসি যে কন্টেনার থেকে বার করবো না বা গাছও যদি বলে আমি এই কন্টেনার থেকে বেরাবো না তাহলে মালির সেটা প্রেম না। ফল হিসাবে গাছও নিজে তৈরী হবে না, বড় হতেও পারবেনা। সেইরকমই গুরুও যদি শিষ্যকে না ছাড়তে চান বা শিষ্যও যদি গুরুকে না ছাড়তে চায় তাহলে প্রকৃত প্রেম ঘটেনি এবং তা ভ্রস্টাচার ছাড়া কিছুই হবে না‌।


শেষে বললাম - মহারাজ আর একটা কথা মনে পড়ে প্রকৃত গুরুর শিষ্যের কাছ থেকে কি চাওয়ার থাকতে পারে, শিষ্যের মুক্তি ব্যাতীত।