December 30, 2023 - BY Admin

দেহের পারে

বর্তমান পরিবেশ, পরিস্থিতি বলছে পরকীয়ার পরিমাণ বেড়ে চলেছে কখনো সেটা নথিবদ্ধ, কোথাও আড়ালে-আবডালে। এসব নিয়ে ভাবতে  গিয়ে একটা প্রশ্ন মাথায় এল এই যে, কোন স্বামী/স্ত্রী যদি বৈবাহিক সম্পর্ক ছাড়াও দুজনেরই অন্যজনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তখন স্ত্রী/স্বামীর অসুবিধা হওয়ার কি আছে ?  


        এই নিয়ে আমি ও এক বন্ধু আলোচনা করছিলাম কিন্তু satisfied হচ্ছিলাম না। মহারাজ পাশেই ছিলেন। তিনি অমীমাংসা দেখে বললেন - "এতে যে স্বামীর স্বামীত্ব এবং স্ত্রী এর স্ত্রীত্ব" চলে যায়। সেটা সহ্য করা যায় না। তাই এরকম ব্যাপার।"


          "আমি বিবাহ করেছি, আমার স্বামী বা স্ত্রী ইত্যাদি possession ভাব" এগুলিই তো বিয়ের কেন্দ্রের ভাব। এক্ষেত্রে অহংকার চায়,সবকিছু তার দখলে আনতে। স্বামী ভাবে "এতো ধন, সম্পত্তি, সময় ইত্যাদি দিচ্ছি,সবকিছু দাবী পূরণ করছি কিন্তু তাতেও সে কেন পরকীয়ায় লিপ্ত ? আমার প্রতি ঝুঁকে নেই কেন?"


           অন্যদিকে, স্ত্রী ভাবে আমার শরীরে কি এমন কমতি আছে যে সে অন্য মহিলার সাথে লিপ্ত ? ও আমার দেহের দিকে না দেখলে এত তৈরী,সাজগোছ তো অর্থহীন!"



 জীবনের এই স্তরে থেকে সবাই বিবাহ করে,যখন স্থূল দেখা ছাড়া তাদের কোনও পরিপক্বতা পর্যন্ত আসেনি, যখন সম্পর্কের সূক্ষ্ম সৌন্দর্যের বা প্রেমের কোনও অনুভব নেই।


তাই,এমন হলে বিবাহ তো হবে কিন্তু,তা হবে দেহের সাথে দেহের। ফলে যেখানেই দেহ গুরুত্ব পাবে সেখানে এরূপ ঘটনা ঘটবেই।


সম্পর্ক এর থেকে অনেক উপরে।সেখানে না পৌঁছালে তার স্বাদ পাওয়া যায় না, সম্পর্ক গুলোও পুষ্টিলাভ করে না। তাই দেহের যতটা গুরুত্বের প্রয়োজন ততটা তাকে দিয়ে আমরা এগিয়ে যাবো - "দেহের পারে" সত্তার একত্বে। ওখানেই স্বামী-স্ত্রীর প্রকৃত বিবাহ।

Welcome to TruthUnfolds || AJP×
How to Help You....