January 22, 2022 - BY Admin

পাপকে ঘৃণা করো পাপীকে নয়

"পাপকে ঘৃণা করো পাপীকে নয়"


 স্থান: দিয়াড়া আশ্রম

  তারিখ: ২৭. ১১.২০২১


কঠোপনিষদ ক্লাস চলছে। গুরুগম্ভীর আলোচনা.. নচিকেতা মৃত্যুগৃহে গিয়ে যমরাজের জন্য প্রতীক্ষা করছেন, আত্মজ্ঞান লাভের আকাঙ্ক্ষায়। যমরাজ নানান প্রকার বর দানের প্রলোভন দেখালেও নচিকেতা তাঁর প্রতিজ্ঞায় অনড়...

এই প্রসঙ্গে আত্মা-অনাত্মা, ব্রহ্ম-জগৎ বিষয়ে নানান প্রাসঙ্গিক আলোচনা চলছে।

সকলে এক মনে  বসে সমস্ত আলোচনা শুনছেন। এমনসময় সভার ভিতর থেকে একজন স্ত্রীলোক ভক্তের কন্ঠস্বর ভেসে এলো..


 মহারাজ আমার একটি প্রশ্ন ছিলো।


 মহারাজ: বলুন।


 স্ত্রীলোক ভক্ত:  জানি আমার প্রশ্নটা হয়তো আপনার আলোচনার সাথে খুব প্রাসঙ্গিক বলে মনে হবে না..  তবে আপনার আলোচনা শুনতে শুনতে প্রশ্নটা বারবার মাথায় ঘুরছিলো।


 ছোটবেলায় বইতে পড়েছিলাম  'Hate the Sin, not the Sinner.' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'পাপকে ঘৃণা করো, পাপীকে নয়!'


কিন্তু মহারাজ কার্যক্ষেত্রে তো সমাজ পাপীকে তার কার্যের জন্য শাস্তি দেয়, ভর্ৎসনা করে, প্রয়োজনে মৃত্যুদণ্ড অবধি দেয়! তবে, কোনটা সঠিক?



মহারাজ: পাপী কে? আর পাপই বা কি? চেতনাকে যে কাজ নিম্নমুখী করে তাইই পাপ। এমন ব্যক্তিকে পাপী বলা হয়। এবার একজন দেহব্যবসায়ী যখন তার দেহকে কাজে লাগিয়ে রোজগার করে তা সমাজের চোখে অপরাধ.. কিন্তু সেই একই দেহকে কাজে লাগিয়ে কোনো এক business tycoon যখন চড়া দামে জিনিস বিক্রি করে তখন তা সমাজের চোখে অপরাধ নয়!


সমাজের সাথে বা জগতের সাথে অধ্যাত্মকে গুলোলে চলবে না। অধ্যাত্ম timeless বিষয়, কিন্তু সমাজ time-bound..


সেই কারণে সমাজে কাল যা নীতিবিরুদ্ধ  ছিলো, আজ তাইই আইনত সিদ্ধ হয়ে যায়। আধ্যাত্ম অপরিবর্তনীয়..


তবে কার্যক্ষেত্রে করণীয় কি?

দুটো পথ হতে পারে। এক, এমন প্রেম থাকতে হবে ভেতরে, যাতে দোষীকে শাস্তি দিলে সেই আঘাত যেন নিজের গায়ে এসে লাগে! এত প্রেম থাকতে হবে... 


 কোন এক কৃষ্ণই পারে দুর্যোধনের মত কোন অপরাধীকে শাস্তি দিতে। আপনি, আমি পারবো না। কারণ আমরা যখন শাস্তি দিতে যাই, তখন আমাদের শাস্তিতে ঘৃণা-বিদ্বেষ ভরা থাকে। সেই কারণে আমাদের দেওয়া শাস্তি আমাদের অজান্তেই আরেকটি পাপের জন্ম দিয়ে যায়।


 আরেকটা পথ হল, অপরাধীর অনন্ত সম্ভাবনাকে তার অপরাধের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। তার পাপ কাজের নিন্দা বা ঘৃণা অবশ্যই করা যায়, কিন্তু তার অনন্ত সম্ভাবনাকে অস্বীকার করে তাকে ঘৃণা করা মানে তার সম্ভাবনাকে ধীরে ধীরে নষ্ট করে দেওয়া। কোন এক রত্নাকরের ভেতরেই একজন বাল্মীকির বীজ লুকিয়ে থাকে। দেবকবি নারদের মতো তার সম্ভাবনাকে আরো এগিয়ে দেওয়াই আমাদের কর্তব্য।