February 18, 2023 - BY Admin

পূর্ণতা = শিবত্ব

শিবসূত্রের ৪র্থ ক্লাস ও রেকর্ডিং থেকে উঠে বললেন, "এই ক্লাসটা ঠিক হলো না। আবার বসতে হবে।"

(দুপুরে ক্লাস ছিল, সবাই একটু ক্লান্ত ও অমনোযোগী ছিল ।)

প্রশ্ন করা হলো, "কেন ? কি হয়েছে।"

তিনি বললেন,শিব সদা জাগ্রতির অন্য নাম। হুঁশের পূর্ণতা। সেখানে সাধারণ হুঁশও না থাকলে কি ভাবে শিবত্ব প্রকাশ পাবে। আজ যা বলতে চাইলাম,তা বেরালো না। ঠিক পূর্ণতা এলো না।যদি শব্দের উৎসে পূর্ণতা না থাকে, তবে গন্তব্য কি ভাবে পূর্ণ হবে ? তাই আবার বসবো। জীবধর্ম না সরলে শিব কিভাবে প্রকাশ পাবেন ?


বললাম - এ  কি পূজার নৈবেদ্যের ফল নাকি!যে উৎকৃষ্ট না হলে দেবতাকে দেওয়া হবে না?


তিনি- হ্যাঁ।তাই তো!পূজাই তো! তবে এখানে উৎকৃষ্ট মানে পুরোটা।পূর্ণ দেওয়া।অনেকরকম শব্দের চাকচিক্য চাই না।ওসব লেখক,সাহিত্যিকদের জন্য তোলা থাক্।আমাদের

চাই,শব্দের কেন্দ্রে যে নীরবতা আছে,তাকে শব্দ ছুঁতে পারা,তা নাহলে মন্ত্র হয়ে ওঠে না।

মন্ত্রহীন জীবনে শিবত্বের পূজা হবে কিভাবে?


প্রশ্ন:- কি করে বুঝবেন, পরের বারে বেশি ভালো প্রকাশিত হবেই ?


তিনি:- দূর্ বোকা। সে কে বলতে পারে? "পরের বার" আছে নাকি কিছু ? এই মুহূর্তে পূর্ণত্বের আভাস আসেনি। এটুকু জানি। আবার কোন "এই মুহূর্তে.." ই হবে। আর ভালোর আশায় থোড়াই বলি ? পূর্ণত্বে বলা, পূর্ণ হয়ে বলা । বুঝলি!! আশা তো অপূর্ণতার উৎপাদন! পূর্ণ হয়ে যা করবি, তাতে পূর্ণ সমর্পণ থাকবে। এখন পুরো অন্তর ঢেলে দিতে পারিনি। অর্থাৎ পূর্ণত্ব ঘটেনি। ভালো-মন্দ, পছন্দ-অপছন্দের কে ধার ধারে। আমি একত্বে পৌঁছাতে পারিনি,তো যে শুনবে, সে কি ভাবে পৌঁছাবে ? তাই, এই সময়ের সাথে ন্যায় করছি। ব্যস্। বাকি না জানি, না জানার দরকার আছে।

পরের দিনের দুটো recording  'তাঁর' রুমে হলো। আর এমন হলো, 'যেখানে উত্তর মিললো না, কিন্তু প্রশ্ন স্তব্ধতা পেল'। এই 'শিব সূত্রে'রই 'recording' এই কোর্সটি (শিবসূত্র)