মহারাজ, কামবাসনা তো Man to man vary করে। কারো খুব বেশী drive থাকে কারো খুব কম drive থাকে, এটা জেনেটিক্যালও হতে পারে , social কিছু impact এর থেকেও আসতে পারে, ধরুন একটা মানুষ Masturbate এ পুরো habituated হয়ে গেছে। এবার এটা তো অস্বীকার করা যায় না যে বন্ধনে ও পরে গেছে!
মহারাজ :- তুমি তো অনেক দূর নিয়ে চলে গেলে বিষয়টাকে। ভেতরে হরমোন create হয়েছে সে masturbate করেছে। এটা একটা ঘটনা - Fresh ঘটনা, আবার তুমি দিনে তিনবার বলো বা পাঁচবার বলো প্রত্যেকটা ঘটনা একটা Fresh ঘটনা। কেন এর সাথে অতীতকে connect করা হচ্ছে ? অতীতকে connect করা এটা 'আমার' তৈরী করা। এটা তোমার তৈরী করা নয়। যেই Masturbate কেউ সকালে করলো, রাতে করলো অমনি তুমি এর মধ্যে কিছু অলৌকিক, অদ্ভূত সংযোগ সূত্র স্থাপন করছো। এটা একটা Fresh ঘটনা, নতুন ঘটনা যা বারবার ঘটেছে। যে ঘটনাটাই ঘটে তা Fresh ঘটে। তোমার মন বলছে আগে যেমন ঘটেছিল আবার তা ঘটেছে। ওটা আবার ঘটেনি ওটা Fresh ঘটেছে। এটাকে কোনো Theory বানাবে না। দেখো এটাই তো জীবনের সম্ভাবনা। এই তো জীবনের প্রকাশ।
প্রশ্ন :- আমি যে মুক্ত এটা আমি কিভাবে বুঝবো ?
মহারাজ:- জীবনকে Fresh দেখো। প্রত্যেক সকাল একই সকালের মতো কিন্তু নতুন সকালে পুরোনো সকাল ফিরে আসেনি। তোমার মধ্যে ঘটা প্রত্যেক ঘটনা প্রত্যেক মুহূর্তে ঘটছে তা পুনরাবৃত্তি নয় , এটাই মুক্তি। তোমার এই যে দাড়ি গজিয়েছে এটা কি পুরোনো দাড়ি গজিয়েছে নাকি, কিন্তু তোমার মুখ একই রকম আছে প্রত্যেকবার।
প্রশ্নকর্তা: তাহলে এখানে আমার কি করনীয় ?
মহারাজ :- কিছু করনীয় নেই। এটা বোঝো আর শান্ত! 'সুখী ভবো।' "আমি" চির নতুন, এটাকে concept বানিও না। তুমি রাম ( নাম পরিবর্তিত )। তুমি স্নান করো, কিন্তু তুমি যেই স্নান করো, সেই নতুন রাম হয়ে যাও কারণ হাজার হাজার কোশ ধুয়ে চলে গিয়েছে ।
প্রশ্নকর্তা :- "আমি কখনই পুরোনো নয়" - এটা যদি একরকম Programming হতো যদি আমি প্রত্যেকটা second ভুলতে থাকছি, ভুলতে থাকতে পারতাম , এরকম যদি আমার Mental Pattern হতো তাহলে আমি সবসময় নতুন, আমার অতীত কিছু নেই।
মহারাজ :- হ্যাঁ আমি বলছি তোমার এই মনে থাকাটাও প্রত্যেক মুহূর্তে নতুন। কোনটাই পুরোনো নয়। যেখানে সব চিরনতুন, ভবিষ্যত- অতীত নেই, শুধুই বর্তমান সেখানে তো কোন বন্ধন হয় না।
প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু টাটকা ঘটছে। একজনের সাথে একজনের বারবার ঝগড়া হয় না, বারবার ঝগড়া মনে হয়। প্রত্যেক মুহূর্তে টাটকা ঝগড়া হচ্ছে। আবার আর একটু কাছে গিয়ে দেখলে- যেই মুহুর্তে তুমি নতুন করে ফেলছো না। তখন আর ঝগড়া ঘটছেই না। তুমি পুরোনো করছো বলেই ঝগড়া ঘটেছে। যেই ব্যক্তিই আসছে তুমি অতীতকে নিয়ে আসছো। সেই ব্যক্তির মাধ্যমে,ঝগড়া ঘটে যাচ্ছে আবার। প্রত্যেক মুহূর্তে জীবন প্রকাশ পাচ্ছে আর প্রত্যেক মুহূর্তে জীবনের উপর তুমি ছবি আরোপ করছো। ওই ছবিটাই বলে আমি বদ্ধ। ঐ ছবির থেকেই মুক্ত হতে হয়। আর কোন মুক্তি নেই তুমি 100 বার দিনে Masturbate করেও মুক্ত।
প্র : - কি করে মুক্ত আমি ?
মহারাজ :- ঘটনা ঘটেছে তো, ব্যস। প্রত্যেক মুহূর্তে শ্বাস নাও ,এত চিন্তিত হও না তো। প্রত্যেক মুহূর্তে তোমার যে শ্বাস পরে তা পুরোনো শ্বাস না নতুন শ্বাস ? প্রত্যেক মুহূর্তে একই রকম পরে কিনা ? ঠিক তেমন ভাবেই ঘটছে।