December 12, 2022 - BY Admin

প্রমাণ ছাড়া বিশ্বাস করবো কেন ?

গতকাল সন্ধ্যায় পাঠের সময় আমাদের আশ্রমিকদের মধ্যে আলোচনা হচ্ছিল যে " আমরা এই বিশালের অংশ " তার কি প্রমাণ আছে ? একজন উত্তর দিতে চেষ্টা করলেও আমার ঠিক শান্তি হচ্ছিল না। অগত্যা মহারাজকে জিজ্ঞেস করলাম ।

মহারাজ : তোর নাম কি?

আমি : গোপাল ( আসল নাম উহ্য )।

মহারাজ : তুই পুরুষ নাকি নারী ?

আমি : পুরুষ। 

মহারাজ : তুই মানুষ নাকি অন্য কিছু ?

আমি : মানুষ।

মহারাজ : এবার বল, তুই আসলে কোনটা ?

আমি : তিনটে একসাথে।

মহারাজ : ( হালকা হেসে ) দেখ গোপাল থেকে পুরুষ হলি ( বিশালের দিকে একটু এগোলি ) , এবার 'মানুষ' বলে দিয়ে আর একটু এগোলি।  এভাবে তুই নিজেকে যত expand করবি। তত বুঝতে পারবি যে তুই এই বিশালের একটা অংশ মাত্র। 


 ~পুনঃ~


মহারাজকে জিজ্ঞাসার আগে, একজন দাদাকে জিজ্ঞেস করছিলাম ' গুরুকৃপা ' মানে কি ? তৎক্ষণাৎ তিনি ( মহারাজের সাথে আমার কথোপকথনের উত্তর শুনে ) বলে উঠলেন -- এই হলো ' গুরুকৃপা '। আমিও মনে মনে ভাবলাম একেই বোধ হয় বলে ' সৎসঙ্গ '।