January 03, 2023 - BY Admin

প্রেম-ই বড়ো বড়ো কর্মের জনক

আমি গ্রুপে আমাদের advertisement পোস্টের দিকটা দেখি। প্রচুর inappropriate লেখা হচ্ছে - কখনো খেলো বা কখনো গুরুগম্ভীর। এমত অবস্থায় আমি দ্বন্দ্বে পড়ে যাচ্ছিলাম। কারণ একটা পোস্ট লিখব আর ওনাকে দিয়ে check করাবো, তাতে দুজনেরই সময় নষ্ট। হটাৎ একদিন উনি আমাকে ডাকলেন।

তিনি : দেখো, তোমার লেখনী তখনই মাত্র আমার কাজের সহায়ক হবে যখন আমাদের দুইয়ের frequency মিলবে ( হারমোনিয়াম ও তবলার উদাহরণ দিলেন )। একবার মেলাতে পারলে তখন automatic বুঝে যাবে C- sharp নাকি B-flat।


আমি : কিভাবে এটা করা যেতে পারে?

তিনি : আমার যেকোন decision, কর্মপদ্ধতি, পড়ানো সবকিছুতে আমার হৃদয়কে পড়ার চেষ্টা করো। এটা করতে সময় লাগবে - একদিনে হবার নয়।


আমি: এখনকার advertisement গুলোই ঠিক কোথায় ভুল হচ্ছে যদি বলে দেন।


তিনি : তুমি একটা মানুষকে highlight করে ফেলছো।বেদান্তের সামনে কোনো দেহধারী -ই গুরুত্বপূর্ণ নয়। এবার ধরো কোনো অমুক বাবা বা স্বামী, সনাতন শাস্ত্রগুলির অপব্যাখ্যা করছে বা তাদের এগানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেক্ষেত্রে দরকার পরলে আমার নামটাও ব্যবহার করা যেতে পারে। উদ্দেশ্য হল মানুষ কিভাবে শান্তিপূর্ণ ও সহজভাবে বাঁচতে পারে তার যে রাস্তা জীবনদ্রষ্টা-রা দেখিয়েছেন তা সামনে আনা, তার জন্য যেকোনো মূল্য দিতে রাজি। তাতে নাম আসুক বা নাম তুলে দাও। ধীরে ধীরে বুঝতে পারবে ‍ভাবটা । কিন্তু একটা কথা -  সবের মূলে প্রেম। প্রেম না এলে সবকিছুই artificial হয়ে যাবে। একবার যদি প্রেম এসে গেলো তো বাকি সব আপনিই হয়ে যাবে।