March 06, 2023 - BY Admin

প্রেম দিয়ে সবকিছুকে জয় করা যায়

ইদানিং মহারাজের approach এ কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম। তো থাকতে না পেরে একদিন ফোন করেই ফেললাম..... 


আমি:- মহারাজ আপনার এখনকার দৃষ্টিভঙ্গি খুব সুন্দর কোন সন্দেহ নেই, কিন্তু আমার একটু confusion  হচ্ছে।   

  

মহারাজ :- কি হচ্ছে বলো?


আমি:-আপনি এখন বলছেন যা কিছু ঘটুক, সেটা অস্তিত্বই ঘটাবে। কিন্তু ধরুন আপনি মা, আর আপনার  পাঁচ জন সন্তান আছে, তো পাঁচ জনের জন্য তো একই রকম রান্না করলে হবেনা। এক একজনের শরীরের ধরন অনুযায়ী আপনাকে এক এক রকম খাবার তৈরি করতে হবে। 


মহারাজ :- হাসতে হাসতে মহারাজ বললেন,  আমি মা-বাবা কোনটাই হতে চাই না। আর গুরু-শিষ্যের সম্পর্কে কিন্তু কোন emotion-attachmentথাকে না। 

বোঝো, Nothingness থেকেই Everythingness বেরোয়।যখন আমরা বুঝতে পারি যে,আমি কিছু নই, তখনই বোঝা যায় যে আমিই সবকিছু। কিন্তু,সমস্যা হয়ে যায়, আমাদের মন সবসময় কিছু করা বোঝে।তো তোমরা বলবে, মহারাজ কিছু করছেন না  বা  অন্যেরটা বুঝে তাকে তার মত করে বলছেন না। বিষয়টা এরকম কিন্তু নয়। অনেক সময় একটা উদাহরণ দাঁড় করানোই বড় শিক্ষা হয়ে যায়। জীবনের সামনে গিয়ে যদি দেখো তাহলে দেখবে জীবন কেন্দ্রীয়ভাবে খুব শান্ত। তার মধ্যে কোন দ্বন্দ্ব,  clash নেই। 


আমি:-সেটাতো মহারাজ বুঝলাম।  কিন্তু আপনার এই ধরনের দৃষ্টিভঙ্গি কি সমাজ বদলাতে  সাহায্য করবে? 


মহারাজ :-যে যত বেশি পাকতে থাকবে, সে ততো বেশি অক্রিয় হয়ে পড়বে। আর সমাজ বদলানোর কথা বলছো, অনেক আচার্য আছেন তো যারা চেষ্টা করছেন ডান্ডা হাতে সমাজ বদলাতে!  কিন্তু,এটাও জেনো,প্রকৃতি সদা opposite-এ চলে।যে ঢেউ তুলবে,তাকে ভাঁটার টানেও পড়তে হবে।যে প্রশ্ন করবে,তাকে জবাবদিহিও করতে হবে।

 আমি যেটা বুঝতে পারছি সেটাই আমি করবো। আর এক্ষেত্রে এটা বলাও ভুল যে আমি করবো,অস্তিত্বই আমাকে দিয়ে করাচ্ছে।তুমিও করছো না,তোমাকে দিয়ে ঘটছে। আগেও আমি  অকর্তা ছিলাম, এখনো আমি অকর্তাই আছি। এটা হয়তো ঘটতে পারে যে, এখন যারা একটু mature seekers  তারাই আসবে।টিকবে।হয়তো আমার role এভাবেই play করতে হবে! অস্তিত্বই হয়তো তা চাইছে। দেখা যাক্ না কি হয়!!


বুঝতে পারলাম, মহারাজ চরমতম বোধের জ্ঞান(ওনার মতে সহজতম) আমাদের দিতে চাইছেন। একটা কথা শুনেছিলাম "প্রেম দিয়ে সবকিছুকে জয় করা যায় "-মহারাজের কথার মধ্যে যেন তারই প্রতিধ্বনি শুনতে পেলাম ।