March 19, 2023 - BY Admin

বাবা-মায়ের কর্তব্য

আমরা ঋষিকেশ থেকে আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ট্রেনের মধ্যে মহারাজের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।


 হঠাৎ আশ্রম থেকে আমার কাছে ফোন আসে। যে একটি ছেলে সাত সকালে আশ্রমে আসে এবং সে আশ্রমে থাকার জন্য অনুরোধ করে। তারপরে বিষয়টির গভীরে গিয়ে দেখলাম যে যুবক ছেলেটি মহারাজের ভিডিও দেখে এবং এই ভিডিও দেখে তার চেতনার উন্নতি করতে চায় কিন্তু বাড়িতে বাবা-মা বাধা দিচ্ছে। এসব ভিডিও দেখা নিয়ে এবং শোনা নিয়ে বাড়িতে ঝামেলা হচ্ছে। সেই জন্য সে বাড়ি ছেড়ে চলে এসেছে।


আমি মহারাজকে সমস্ত ঘটনা জানালাম এবং জিজ্ঞাসা করলাম মহারাজ এরকম অনেক ঘটনা দেখতে পাই যে বাবা মা আপনার ভিডিও বা আপনার লেকচার শুনতে সন্তানকে বাধা দেয় এরকম কেন হয়?


মহারাজ:- বাবা-মা এর নিজের স্বার্থে আঘাত লাগছে তাই এসব হচ্ছে। এসবই স্বার্থের খেলা। বাবা-মা এই পৃথিবীতে সন্তান নিয়ে আসে-ই give & take policy -র উপর।


দেখ প্রথমত, তারা বিবাহ করে যার কেন্দ্রে থাকে দৈহিক চাহিদা। এই দৈহিক চাহিদা fulfill  করতে গিয়ে accidentally সন্তান চলে আসে। এই সন্তান পৃথিবীতে নিয়ে আসার পেছনে কোন মহৎ উদ্দেশ্য থাকে না।কারণ,জীবন কি তারা কিছু বোঝেনি।প্রেম তো মা- বাবার সম্পর্কেই নেই।তো প্রেমে সন্তান কি জন্ম দেবে?বিয়ে হয়তো হয়েছে সরকারী চাকরী ও রুপের মধ্যে।তো আর কিছু বুঝুক না বুঝুক দেনা-পাওনা ভালো বোঝে।অবশ্যই তারা যে এমনই তা তারা নিজেরাও জানে না।কারণ, অত সচেতনতা কোথায়?তাই,বললে কেউ স্বীকার করবে না।


আজকাল বহুদিন ধরে সেক্স করে যখন স্বামী-স্ত্রী একঘেঁয়ে হয়ে পড়ে, তখন তাদের মনের নতুন কিছু বিষয় চাই। তখন তারা প্ল‍্যানিং করে সন্তান আনে এবং নিজের under -এ রাখতে চায়।কারন, মজা করে চলেছিলাম সারা জীবন, আর ঐ মজা continue করতেই সন্তান আনা হয়েছে। মুখে বলে প্রেমের ফল। এখন যদি সে মজা না দেয়, তবে চলবে কেন?



এই ভাবেই সমাজের value system করা হয়েছে যে, বাবা মা সন্তানকে ছোটবেলা থেকে তার ভরণ - পোষণ জোগাবে, তাকে বড় করবে, বাবা-মা তার পেছনে টাকা invest করবে এবং সেই সন্তান বড় হয়ে ওই টাকা passively ফেরত দেবে বাবা মাকে। অর্থাৎ বাবা-মা যখন বুড়ো হয়ে যাবে তখন ঐ সন্তান বাবা-মাকে দেখবে। যেন সন্তানকে আনাই হয়েছিল এই পৃথিবীতে বাবা-মায়ের বুড়ো বয়সের অবলম্বন হিসাবে। এ-তো চরম হিংসা, স্বার্থপরতা ও নৃশংসতা। এতে কোন প্রেম থাকে না। কিন্তু, সমাজের value system একেই প্রেম বলে দিয়েছে।


তাহলে সন্তানের উপর বাবা-মায়ের কি কর্তব্য হওয়া উচিত?


বাবা মা-কে তার সন্তানদের পূর্ণভাবে খোলামেলা স্বাধীনভাবে বাঁচতে দেওয়া উচিত। যেখানে "আমার সন্তান", "আমি এই পৃথিবীতে সন্তানকে এনেছি তাই আমার কথামতো চলবে", এই ধারণা রাখলে ভুলই হবে। এই কর্তৃত্ববোধ কখনোই থাকবে না।


সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে এইভাবে guide  করতে হবে যে, "দেখ, আমার এত বছরের অভিজ্ঞতায় আমি জীবনকে এইভাবে বুঝেছি, তাই তুমি আমাকে যদি কিছু জিজ্ঞাসা করো, আমি তোমাকে suggestions দিতে পারি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে , কিন্তু সিদ্ধান্ত নয়। তুমি বড় হয়েছো, বুঝতে শিখেছো, তোমার নিজস্ব চিন্তা ভাবনা বিকশিত হয়েছে, তোমার নিজস্ব বিবেক-বুদ্ধিও হয়েছে তুমি এগুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নাও।" 


আমার মনে হয়,এই হল সন্তানের উদ্দেশ্যে বাবা-মায়ের সঠিক ভাব। এটাই হল সন্তানের উদ্দেশ্যে বাবা মায়ের প্রকৃত প্রেম। যেখানে কোন কামড়াকামড়ি থাকবে না, থাকবে শুধুমাত্র একে অপরকে খোলামেলা স্বতন্ত্রভাবে বাঁচতে দেওয়ার অধিকার। এতেই একমাত্র সন্তানের সর্বোচ্চ উন্নতি হবে। আর এটাই প্রেম।


আমরা সবাই সহমত প্রকাশ করলাম।