January 11, 2022 - BY Admin

বিষয়াসক্ত মানুষ

দিনটা ছিল ৬ই জানুয়ারী, ২০২২; অদ্বৈত জ্ঞানপীঠ স্ত্রিয়ঃ সমস্তাঃ শাখার উদ্বোধন। 


সকালে বিশেষ পূজা এবং মহারাজের বক্তৃতার পর মহারাজ, ওনার অন্যতম প্রিয় পার্ষদ অর্ণব চক্রবর্তীর সাথে কিছু কাজে বাইরে  গিয়েছিলেন। ফিরে এসে আমাদের হঠাৎ বললেন," জানিস,বৈদ্যবাটী রেল ক্রসিং এর কাছে একটা  লোককে দেখলাম সাইকেল নিয়ে পড়ে মাথা ফেটে গেছে, রক্তে মাথা ভিজে যাচ্ছে। তবুও যেন যন্ত্রণা হচ্ছিল  না। দিব্যি উঠে সাইকেল নিয়ে হেঁটে চলে যেতে লাগল। আমি ভাবলাম এরকম সহ্যক্ষমতাসম্পন্ন মানুষকে একবার ভালো করে দেখা উচিত।একটু এগিয়ে গিয়ে পিছন ফিরে দেখি,ও বাবা! লোকটা পুরো মাতাল,নেশা করে চোখ লাল করে ফেলেছে। নেশার জন্য যন্ত্রণাও বুঝতে পারছে না"। 



এরপরে মহারাজ একটা খুব সুন্দর কথা বলেছিলন যে," বিষয়াসক্ত মানুষেরও একই অবস্থা। সে বিষয়ের নেশায় এতই মত্ত হয়ে আছে যে তার কত জায়গা কেটে গিয়ে রক্ত পড়ছে, নিজেই বুঝতে পারছে  না"। 


           ছোট ছোট জিনিস থেকেও যে জীবনে কত কিছু শেখা যায়, আজ মহারাজের কথা শুনে তা বুঝতে পারলাম।