মনটা খচখচ্ করছিল কাল থেকে। তার কথা শুনে কয়েকটা প্রশ্ন মনে জেগেছিল। আজ অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে, "তিনি" যেহেতু প্রশ্নের উৎস তাই উত্তরের ঠিকানা নিশ্চয় তাঁর আছে। একটু সময় ফাঁকা পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম ।
প্রশ্ন: আপনি বললেন যে বুদ্ধিটাকে ফেলে দিয়ে deal করতে, আর স্বামীজি বলছেন বুদ্ধিকে full use করতে হবে। এই দুয়ের মধ্যে conflict হচ্ছে।
তিনি: context বুঝতে হবে। স্বামীজি ঐ কথাটা কোন beginner's mind কে বলছেন। আমি যে কথাটা বলছি এটা বুদ্ধি থেকে এগিয়ে এসে বুদ্ধির পারের কথা। তাই একে বুদ্ধি দিয়ে না বোঝাই স্বাভাবিক।একটা beginner's mind হয়,যাতে কোন গভীরতা,deep observation নেই।তাকে বলা হয়, বিবেক বুদ্ধি লাগাও। "ধীওয়োনঃ"। ঐ বিবেক পুরো ব্যবহার করে আরেক স্থিতি আসে - শূন্যতা,সব ধারণা থেকে মুক্ত মন।সেটাকেও " beginner's mind" বলে।Zen buddhism এর কথাই বলে।এ প্রেমের নির্মলতা। আমি একই শব্দ দুটো অর্থেই বলি - context wise.
তোমার এখন এই যে চোখ, এটা investigating চোখ। এতে তুমি " তাঁকে" পাবে না। আমি তোমার চোখের ভাষা পড়বো। মুখে কি বললে তা গৌণ। তবে investigation অনেকদূর এগিয়ে দেয়। সংসার ছাড়িয়ে দেয়। কিন্তু,তার সাথে যোগ করাতে পারবে না। জুতো পড়ে অনেকদূরে কোন মন্দিরে যেতে পারো। সহায়ক ঠিকই কিন্তু ওটা বাইরে খুলেই প্রবেশ হতে হবে,নগ্ন পায়ে।
প্রশ্ন: "নিয়ম" আর "প্রেম" কি একসাথে থাকতে পারে? আপনি কাল বললেন যে " তুমি মিলিটারি বেশি, মানুষ কম।" আগে military থেকে মানুষ হও তারপর তো যাত্রা শুরু। এই কথার মানে কি?
তিনি: অবশ্যই! নিয়ম বেরিয়ে আসবে প্রেম থেকে। যেন সামনের ব্যক্তির মনে হয় যে, তুমি যে নিয়মটা দিয়েছো সেটা প্রেম থেকে হয়েছে। সিনেমাতে দেখেছো তো - ওখানে যে গানের "Sandeshe aate hai " অংশটা আছে। ওটাও জীবনেরই অংশ (ওটা তুমি miss করে যাচ্ছো)। এই যে নিয়ম এবং প্রেম সমন্বয় হলো,এক মিলিটারী ও মানুষই দেখানো হলো,এটা চাই।
এতেই যেমন পরিপূর্ণ সিনেমা তৈরি হলো। নিজের regiment- এ জওয়ান সব rules মানে,পুরো বুদ্ধি লাগায়। কিন্তু ঐ নিয়ম দেশপ্রেম থেকেই উৎসারিত।ওটাই বোঝানো,যে ভিতরে কিছু আছে যার জন্য বুদ্ধি,যার থেকে বুদ্ধি।তাই,কখনো সাধকেরা বলে,বুদ্ধির পারের কথা। বুদ্ধিহীনতা নয়। বুদ্ধিরও আগে বোধের কথা। তা শব্দে,নিয়মে হয় না।ওখানে প্রেমের রাজত্ব।The Supreme sensibility.
ঠিক তেমনই,এই দুয়ের মিশ্রনে একটা পূর্ণ জীবন গড়ে ওঠে।