ভালবাসা না আসক্তি বুঝবেন কি করে?
স্থান - অদ্বৈত জ্ঞান পীঠ, দিয়াড়া
তারিখ - ১০.০২.২০২২
আজ কালনা থেকে এক ভক্ত এসেছেন মহারাজের সঙ্গে দেখা করতে। পারিবারিক কিছু সমস্যার
কথা মহারাজকে জানিয়ে কিভাবে এর থেকে বেরোনা যায় তা জানতে চাইছেন। সেই কথোপকথন
কিছুটা এই রকম –
ভক্ত – মহারাজ, আমার স্ত্রী, পুত্র প্রচন্ড বিষয়াসক্ত! ছেলের বয়স এখন ১৭। কিন্তু ও ওর মা'রই মতন, প্রচণ্ড বিষয়ে আসক্ত। ঘরবাড়ি যথেষ্ট আছে.. কিন্তু ওরা ভাবে কি করে এটাকে আরও বাড়ানো যাবে, প্রয়োজন ছাড়াও অহেতুক কত জিনিস-পত্র কেনে!এই সব নিয়ে বাড়িতে খুব অশান্তি !
মহারাজ – দেখুন আমি কিন্তু ওদের দিকটা শুনিনি.. শুধু আপনার কথার ভিত্তিতেই বলছি।
বউ, ছেলে বিষয় আসক্ত আর আপনি ওদের প্রতি আসক্ত হয়ে আছেন। আপনি ওদের আসক্তি ছেড়ে দিন না। যে যাই বলুক.. আপনি যখন বুঝেছেন যে এই জিনিস গুলোর মধ্যে সমাধান নেই, তখন আপনাকেই
আগে বেরিয়ে আসতে হবে।
ভক্ত – মহারাজ, এতো দূর থেকে ছুটে এসে নিজের বউ ছেলের ব্যাপারে অহেতুক মিথ্যে বলবো, এমন আমি নই! আসলে সত্যিই খুব অশান্তিতে আছি..সংসারে ঝুট-ঝামেলার ভয়ে চুপ করে যাই। কিন্তু মন অশান্তিতে ভরে আছে!
মহারাজ – ঝুট-ঝামেলা তখন হবে যখন আপনি তার থেকে কিছু চান। আর তা যদি না হয় তাহলে আপনি ওদের আসক্তি ছেড়ে দিন। আপনি আপনার কর্তব্য করুন শুধু।
ছেলেকে পড়াশুনা করাচ্ছেন তো?
ভক্ত – হ্যাঁ। কিন্তু পড়াশুনা তো করেনা মহারাজ; আড্ডা মেরে বেড়ায়।
মহারাজ – তাহলে আড্ডা মারার টাকা আপনি দেবেন কেন? ওই টাকা দেওয়া বন্ধ করুন আগে। স্ত্রীকেও প্রয়োজনের অধিক টাকা দেওয়া বন্ধ করে দিন! Simply বলুন দেবো না!!!
আপনার কাজ ওদের হিতসাধন করা, ওদের বাসনা পূরণ করা নয়! আপনি দেখবেন সন্তান যাতে খেতে পরতে পায়
এবং মনটা উঁচুতে থাকে।
ভক্ত – কি করে এই উচ্চ ভাবটা ওর মধ্যে আনব?
মহারাজ – চেষ্টা করুন, লেগে থাকুন। দেখুন টাকা আপনার হাতে। ও যদি গাঁজা খায় আপনি এ কথা বলতে পারবেন না – যে আমার ছেলে গাঁজা খাচ্ছে এবং তাতে আমার ইচ্ছা নেই। আপনার টাকায় খাচ্ছে, অর্থাৎ দায় আপনার! এই জায়গায় দুই থাবড়া মারতে হবে। এখানে যদি আপনি দুর্বল হয়ে যান, তার মানে আপনি ভেতর থেকে আসক্ত আছেন। আসক্তি ছাড়তে হবে।
ছেলে যদি পড়াশুনা করে তাহলে সমর্থন করুন। কিন্তু সে যদি বেলেল্লাপনা করে তাহলে কিসের সমর্থন? কোনোভাবেই যেটা ভুল তার সঙ্গ করা যাবেনা; তাতে আপনার ক্ষতি, ছেলের ক্ষতি, সমাজের ক্ষতি।
মনে রাখবেন, অন্যের হিতসাধন করাকে প্রেম বলে, মনের ইচ্ছা পূরণ করার নাম প্রেম নয়, মোহ!