March 14, 2023 - BY Admin

মনের খেলা

ঘুরতে ফিরতে একদিন মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ মন আমাদের এইরকমই কেন? কারণ কিছু কিছু ক্ষেত্রে মনে হয় করবো না, ভালো লাগছে না, অনেক হয়েছে এইসব।


মহারাজ: দেখ মন অনেক কিছু করতে পারে, আমার পরিচিত একজনের মা শারীরিকভাবে সম্পূর্ণ Fit অথচ তিনি বারবার অসুস্থ অনুভব করছেন। একটা thesis বলছে, কোন বড় রোগের ক্ষেত্রে রোগী না বাঁচার পিছনে দুজনের হাত থাকে - 

১. ডাক্তার ভেবে নেয় যে এর cancer হয়েছে মানে বেশিদিন বাঁচবে না।

২. শুধু শুনেছে cancer হয়েছে, তাতেই অসুস্থ হয়ে পড়েছে। তারপর তিন মাস পরে দেখা যাচ্ছে তার কোন cancer নেই, অথচ তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। যা কিছু cancer এর symptoms তার সবই দেখা দিয়েছে। মন এমন জিনিস, সবরকম hallucination create করে দেবে।

এই যে জপ-ধ্যানের সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে কেন? 

প্রথমত ,মন তো ওটা চায় না কারণ তার জন্য ভোরবেলা উঠতে হবে।

দ্বিতীয়ত, এমন একটা জিনিস করছে যাতে কোন প্রেম নেই।


আমরা বলি না - যে আজ পা টা ব্যথা করছে বা শরীরটা ম্যাচম্যাচ করছে ।

আদতেও কিন্তু ওসব কিছুই করছে না, health index করলে দেখা যাবে Full fit and fine। 


তারপর একব্যক্তির উদাহরণ দিয়ে বললেন-

"ও বলতো ওর নাকি শাক খেলে বমি পায় এবং সত্যিই পেতো কিন্তু এখন দেখ কেমন শাক দিয়ে ভাত খায়।

আমাদের কথোপকথন চলার সময় এক ব্রহ্মচারী এসে পড়েছিলেন। তিনি বললেন- এগুলো সব অভ্যাসের ফল।


মহারাজ: আবার চালাকি, মনকে suggestion দেওয়া হচ্ছে (ব্রহ্মচারীর উদ্দেশ্যে বললেন)!


সাথে সাথে বাতাবরণ চুপচাপ হয়ে গেল এবং মনের খেলাও বন্ধ হয়ে গেল।