August 19, 2024 - BY Admin

মুক্ততার বন্ধন

আজ আমরা বোলপুরে। Be with HIM Session চলছে। সকালের প্রার্থনার পরে রাখী বন্ধন অনুষ্ঠান। মহারাজ উপস্থিত সবাইকে নিজে রাখী পড়াবেন। দুজনকে পড়ানোর পরে বললেন, "একটু মাউথ স্পিকারটা দাও তো।"


আমি দিলাম।


বললেন, রাখী শুধু মায়ের পেটে জন্মানো ভাই-বোনের মধ্যে থাকা ritual মাত্র নয়। বিশ্বকবিও রাখী বন্ধনের প্রবক্তা নন। তিনি হিন্দু-মুসলিম ঐক্যের জন্য বিষয়টিকে সামনে এনেছেন মাত্র। ঠিক যেমন মহাপ্রভু বৈষ্ণব ধর্মকে নতুন করে জনমানসে প্রসিদ্ধ করেছেন, কিন্তু প্রবর্তক নন। বৈষ্ণবভাব বহু প্রাচীন।


আপনারা জানলে হয়তো অবাক হবেন, প্রথম রাখীবন্ধন একজন গুরু ও শিষ্যের মধ্যে ঘটে। দেবগুরু বৃহস্পতি প্রথম তাঁর শিষ্য ইন্দ্রকে এই রক্ষাসূত্র বা রাখী বাঁধেন। ভাবটি হলো, আমাদের উৎপত্তি এক চৈতন্য থেকে। সেই সূত্রে আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই বা বোন। কোনো একজন জীবনদ্রষ্টা এর অনুভবে প্রবেশ করে, তার প্রতীক হিসাবে এই প্রথার প্রবর্তন করেন। আমরা চাই বা না চাই, চেতনার সূত্রে আমরা সবাই একে অপরের সাথে বাঁধা-ই আর এটা বুঝলেই মাত্র যথার্থ রক্ষা সম্ভব। আজ আমরা এই source of us ভুলে গিয়েছি বলেই, জগত, সমাজ, দেশ, পরিবার, জাতি ইত্যাদি সব স্তরে এত ভেদ, সংকীর্ণতা বেড়ে গেছে।


আপনাদের সাথে আমার সম্পর্ক চেতনার, এটা মনে করাতেই আজ আমি আপনাদের সকলকে রাখী বাঁধছি।


এরপর বাকিদেরও রাখী বাঁধলেন।

দিনের শুরুটা যেন এক সুন্দর মাত্রা পেলো।