আমরা দুজন ব্রহ্মচারী তার সাথে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলাম। পাশেই একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে দেখে আমি বললাম- বাড়ির মালিক যথেষ্ট ধনী, কি বলেন! এতো তাড়াতাড়ি জায়গা কিনে বিল্ডিং বানানো অনেক টাকার ব্যাপার।
তিনি: সে তো স্বাভাবিকই।
ব্রহ্মচারী: এদের মানসিকতাই হল- টাকা রোজগার করো, তা দিয়ে জমি-জায়গা কেনো, বাড়িঘর বানাও, সোনা-দানা কিনে রাখো এইসব। এদের Lavishness বলে কিছু একদমই নেই।
বলেই আবার ব্রহ্মচারী মহারাজ উদাহরণ দিলেন নিজের পূর্বাশ্রমের- "আমাদের বাড়িতে কিন্তু এরকম হয় না"।
তিনি : "সব জানি, তুমি থামো "এরকম ভাবে তাকালেন ব্রহ্মচারীর দিকে এবং বললেন - এদের অবস্থা তবু ভালো,তোদের তো আরও নিচু।এরা তো তবু বাড়িঘর বোঝে, তোরা তো তাও বুঝিস না।
এবার আমার দিকে তাকিয়ে বললেন - "একজনের কাছে টাকা আছে সে বলছে টাকাটা জমিয়ে রাখো, বাড়ি বানাবো। আর একজন বলছে ," টাকা এসেছে ,খাসির মাংস খাব।" বাড়ির চাল থেকে জল পড়ছে আর সে বলছে থুতু দিয়ে কাগজ চিটিয়ে দে, এবার খাসির মাংস রান্না কর।
আমি: তা হলে এরা তো আরও নিচু।
তিনি: হ্যাঁ তো!
তারপর অনেক কথাবার্তা চলার পরে এই conclusion দাঁড়াল যে- Basic needs আগে মানুষের fulfill করা উচিত তারপর Lavishness এর দিকে নজর দাও। না শুধু lavishness , না শুধু Basic needs এ নিজেকে আটকে রাখো।