June 15, 2023 - BY Admin

যত খালি তত পূর্ণ

আজ রাত্রে খাওয়া ও রাত্রের পাঠের পরে হঠাৎ-ই সাধুদের  দান করা ও বর্তমান সমাজের এই দানের পরিপ্রেক্ষিতে মতামত কি! সেবার পরিভাষা কি হওয়া উচিত? সেবার সাথে আমাদের আন্তরিক উন্নতি কতটা ও কিভাবে জড়িত?-এইসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল আমাদের মধ্যে।


 তখন যে যার মতামত পোষণ করলেন। মহারাজ তখন নিজের উদাহরণ টেনে বললেন আমি যখন ছোটবেলায় কোন মঠে পূজা,অনুষ্ঠান ইত্যাদিতে যেতাম তখন নিজেই কিছু টাকা নিয়ে যেতাম, সেটা স্বতঃস্ফূর্ত ছিল, কোন বাবা-কাকার থেকে চেয়ে নয়। যেহেতু আমার চাহিদা কম ছিল তাই বাড়ি থেকে হাত-খরচা যা দিত তার extra অংশটাই Donate করতাম।

(তারপর কয়েকজন পরিচিত, যারা জ্ঞান পীঠের পূজা- অনুষ্ঠানে আসেন  তাদের নাম উল্লেখ করে )

উনি আবার বললেন- "এদের জীবন Zero হবে।" কারণ,এদের মধ্যে একটা আন্তরিক চালাকি চলে। যেমন ধরো,তোমার কাছে 5000 টাকা আছে কিন্তু তুমি বলছো 'কিছু নেই' , "কিভাবে দেবো" ? ইত্যাদি।  আসলে টাকাটা তুমি অন্য কাজে ব্যবহার করবে বলে তুলে রেখেছো, নেই যে তা নয়।তুমি অমূল্যকে অতটাই দাম দিতে পারলে।তোমার অওকাত্ বোঝা গেল।এখানে আমি টাকার যে উদাহরণ দিলাম,তা জীবনের সব ক্ষেত্রে একই জেনো।


আমি :- ব্যাপারটিকে Fixed করে নিয়েছে। একটা মানসিক set-up বানিয়ে নিয়েছে। 



মহারাজ:- ঐ Fixation তোমাকে এখানের (জ্ঞান পীঠে ) জীবনবোধকে  বুঝতে দেবে না।বুদ্ধি দিয়ে বুঝলেও তা তোমার জীবন হতে দেবে না। অত সহজ নাকি ?এর কারণ,বোধ impractical নয়, তুমি নিজে খালি হয়ে আসো নি।


(অন্য একজনের উদাহরণ দিয়ে বললেন )


আমি ওকে স্পষ্ট বলে দিয়েছিলাম যে, "তুমি ভাবছো যে তুমি যেমন Geography-র জ্ঞানী হও তেমনি অদ্বৈত বেদান্তের জ্ঞানী হবে! এ হতে পারে না। তুমি যত ক্ষয়ে যাবে ততো গঠিত হতে থাকবে।" এ দুটোর নিয়ম আলাদা। মহাপুরুষেরা ওর কাছে বৌদ্ধিক চর্চা হয়ে রয়ে যাবে, কোন কাজে লাগবে না।


যেই সামনে একটা সমস্যা এসে যাবে; থরথর কাঁপতে থাকবে; কারণ ওখানে তো ও দাম দেয়নি তাই ঐ বিদ্যা কাজে লাগবে না। তাই শাস্ত্র বলে - "পরহস্ত গতম্ ধনম্"--তোমার টাকা যেন অন্যের কাছে রাখা আছে। "পুস্তকস্থা চ যা বিদ্যা" - বইতে যে বিদ্যা আছে,তুমি তার জ্ঞাতা হয়েছো।


 আমি :- ঐ যে গান আছে - "আমার ঘরের চাবি পরের হাতে"।


 মহারাজ :- ঐ রকম তোমারও ঘরের চাবি কিন্তু পরের হাতে। আর শুধু ওরা(ভক্তরা) নয় তোমরাও(আশ্রমিক)

ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করো,  কিছু বাঁচিয়ে রেখেছো কি না ?যতটা বাঁচাবে,ততটাই ঠকবে।নিজেই ঠকবে।

         


যদি এইটুকুও (pinch) বাঁচিয়ে রাখো তাহলে কিন্তু হবে না। আর যদি  নিজের সব ব্যক্তিত্ব ছাড়তে রাজি থাকো- "করেঙ্গে ইয়া মরেঙ্গে" standpoint রাখো তাহলে একদম "পগার পার" হয়ে যাবে।

দেখো,বিষয়টি Achievement নয়। জীবন প্রেমের বিষয়।তুমি যতটা তোমার ব্যক্তিত্ব দিয়ে নিজেকে ভরিয়ে রাখবে,ততটুকু সেই প্রেমময়কে কম পাবে।