March 12, 2022 - BY Admin

যা নির্বিকল্প তাতে বিরক্তি কিসের?

 যা নির্বিকল্প তাতে বিরক্তি কিসের?



বিকাল ৫ টা ৪৫, কিছু জিজ্ঞাসু নির্দিষ্ট সময়ে এসে তাদের প্রশ্নের উত্তর পেয়ে বিদায় নিয়েছেন। মহারাজ ঘরে এসে পূর্বপরিচিত টেবিলটির সামনের চেয়ারে বসে "শ্রীমদ্ভগবদ্গীতা" পড়ছেন। 



দরজায় calling bell বাজল। আরো দুজন ভক্ত এসেছেন (নিয়মিত), কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। মহারাজ কিছুক্ষণ পরে বেরোবেন কথা বলতে। মহারাজের পায়ের কাছে বসে আছে ব্রহ্মচারী অনিকেত YouTube Video সম্পর্কিত কিছু আলোচনার জন্য। হঠাৎ মহারাজের কাছে সে প্রশ্ন করলো আচ্ছা মহারাজ, এই যে আপনি সনাতন ধর্মের core বেদান্ত গ্রন্থ গুলি পড়েন, বারবার চোখের সামনে ভেসে উঠছে "ব্রহ্ম সত্য- জগৎ মিথ্যা", এই ধরনের কথাগুলো। কিন্তু এই যে রোজ লোক আসছে, নিজের জীবনের সমস্ত রকম প্রশ্ন করছে সবার understanding level তো এক নয়। তাহলে আপনার কখনো বিরক্ত লাগে না বা মনে হয় না যে মনটা নিচে নেমে গেল? 



মহারাজ শান্ত ভাবে উত্তর দিলেন - “মইয়ের মাথা সবসময় উপরের দিকেই থাকে, যদি কেউ নিচ থেকে ওঠে মইয়ের কি মনে হয় যে অমি নিচে নেমে গেলাম? সে তৈরিই ওঠানোর জন্য। যে যেখানে, যে স্তরে আছে, তাকে তার স্তর থেকে একধাপ তুলতে পারলেই আমার বেদান্ত পড়া সার্থক হলো। 

কিন্তু কেউ উঠতে চাইলে মই তাকে সহায়তা ছাড়া অন্য কিছু করার তার কাছে নেই। তো যা নির্বিকল্প তাতে বিরক্তি কিসের?