রাখী বন্ধন..
বছরের পর বছর এই দিনটাতে ভাই এর মঙ্গল প্রার্থনা করে, তার হাতে রাখি পড়িয়েছি আর অন্তর থেকে বলেছি ভগবান এবার একে একটু মানুষ করো। কিন্তু এই প্রার্থনা ফলতে বিশেষ একটা দেখিনি..
কিন্তু এইবারের চিত্রটা একটু আলাদা। এখন আর আমার একটি ভাই নয়। ভাই বোন মিলে এক বিরাট সংসার। আশ্রমে আমার ব্রহ্মচারী ভাইদের কাছ থেকে যত দেখছি, এদের মধ্যেকার সরলতা বার বার কিছু বলে যাচ্ছে। ইচ্ছে হল, এবার এদের হাতেই রাখি পড়াই।
আশ্রমিক এবং ব্রহ্মচর্যের সব আচার বিচার এখনও আমার কাছে স্পষ্ট নয়।
তাই যথারীতি মহারাজকে আমার ইচ্ছা জানালাম। মহারাজ বললেন, সন্ন্যাসীদের দাস ভাব ঠিক নয়। অন্যদের চাইলে রাখি পড়ানো যেতেই পারে।
মন সায় দিল না.. বললাম ঠিক আছে মহারাজ। আমি কাউকেই রাখি পড়াবো না।
উত্তরে মহারাজ অতি অল্প কথায় আমাকে খুব সুন্দর এক শিক্ষা দিলেন। বললেন, পারলে এঁদের কোন ভালো বই বা এমন কিছু দাও যা এঁদের সারা জীবন কাজে লাগবে। ওটা অনেক বেশি রক্ষা হবে।
বারবার বারবার অবাক হই আমি। সত্যিই তো, এতদিন শুধু ভগবানকে কল্পনা করে মনে মনে ভাইয়ের রক্ষার কামনাই করেছি। এমন কিছু করলাম কখন যাতে কর্মই হয় মঙ্গল স্বরূপ!
কর্মের মধ্যে দিয়ে কিভাবে যে এই মঙ্গলের মাধ্যম হওয়া যায়, সেই সঠিক পদ্ধতি আজ প্রথম আমায় অতি স্নেহ ভরে কেউ শিখিয়ে দিয়ে গেলেন..
মঙ্গল হোক আমার ভাই-বোনেদের.. মঙ্গল হোক এমন শুভ চিন্তার। মঙ্গল হোক সকলের..