January 14, 2024 - BY Admin

রামই কাম

তিনি সবসময় তৈরী জীবনের গভীরে প্রবেশ করতে। তাই,আশ্রমিকরা নির্দ্বিধায় যখন তখন তাদের সহজ জিজ্ঞাসার আসর জমাতেই পারে।তখন সকাল ৬.৪৫ মিঃ, ঠান্ডা ভালোই আছে। সকালের প্রার্থনা  শেষ হতেই সোজা তাঁর রুমে। তিনি রিডিং ডেস্কে।চেয়ার নিয়ে বসতেই বললেন," কি দাবী?বলে ফেল্। "


শুরু করলাম নানা জিজ্ঞাসা।একথা ওকথার পর হঠাৎই মনে হলো,একটা স্কোয়ার কাট্ ফেলি। বললাম, আপনার তো অনেক যুবকের জিজ্ঞাসায় তাদের সেক্স বিষয়ে বলতে হয়। আপনার নিজের ক্ষেত্রে সেক্স কি কিরকম?


পাশে যারা ছিল তাদের দিকে তাকিয়ে বীরত্বের হাসিটা হাসতে যাবো মাত্র। কিন্তু,সে সময়টুকু না দিয়ে সপাট উত্তর এলো।" কাম আমার সন্তানের মতো।"

ওকে আমি আমার থেকে আলাদা বা বন্ধু -শত্রু হিসাবে নিই না। ছোট ছেলের সাথে কি কেউ লড়াই করে? নাকি তার কথায় নাচে?


আমি - কিন্তু,করবো কি?আমাদের কেন হয় না?


তিনি - হয় না,কারণ,তোরা আগেই না হয় বন্ধুত্ব পাতাস্। না হয় শত্রু বানাস্।

কি আর করবি? বাচ্চার কথায় চলে কি মেন রোডে ক্রিকেট খেলবি? নাকি তাকে মারধোর করে ঘরে অশান্তি আনবি? কখনো তার কথায় সায় দিয়ে,কখনো ignore করে,কখনো নিষেধ করে চলতে হয়। কিন্তু,শিশুর সাথে অপ্রেম চলে না। তেমনি আমিও সেক্স বিষয়টাকে নিজের সাথে অভেদ দেখি। তোদের মনে হবে,"এ তো ভয়ংকর কথা।" কিন্তু,আপন করেই দেখ্ না! কি হয়?

রাম স্বয়ং অবুঝের কাম হয়।বোধবানের কামনাই রামকে এনে দেয়।


আমি- (অবাক-নির্বাক) কিছু যেন খুব সহজ বলে গন্ধ পেলাম।কিন্তু, কিন্তুটা গেল না।