February 01, 2024 - BY Admin

শ্রদ্ধার বিভিন্ন প্রকারভেদ

তিনি আজ একটু আমাদের নিয়ে ঘুরতে যাবেন। গীতার "শ্রদ্ধাত্রয়বিভাগযোগ" এর ভিডিও রেকর্ডিং চলছে। ভিডিও রেকর্ডিং শেষ হতেই আমরা ready হয়ে গেলাম যাবার জন্য এবং অবশেষে গন্তব্যে পৌঁছে গেলাম দুপুরের দিকে। সবাই যে যার কাজে ব্যস্ত, এমন অবস্থায় তাকে একা পেয়ে আমার ভেতরে যে খচখচানি চলছিল তা নিয়ে চলে গেলাম তার কাছে । বিভিন্ন প্রশ্ন করতে করতে "শ্রদ্ধাত্রয়বিভাগযোগ" সম্পর্কে যখন প্রশ্ন এলো তখন তিনি একটি ছোট গল্প বলতে শুরু করলেন।যার সার হলো এরকম-


         এক আশ্রমে গুরুদেব একদিন হঠাৎ ঘোষণা করলেন, কয়েকদিনের জন্য তিনি নির্জনবাসে যেতে চান।কয়েকজন শিষ্য শোনামাত্রই আকাশ থেকে পড়ল।কারণ,গুরুদেবই তাদের কাছে ও আশ্রমের কেন্দ্রবিন্দু বলে তারা মনে করতো!

 তখন গুরু ঐ কজন শিষ্যদের একান্তে ডেকে বললেন, দেখ এই যে আমি নির্জনবাসে যাচ্ছি, এর ফলে তোমরাও নির্জনবাস করার সুযোগ পাবে। এমতাবস্থায় তোমরা তোমাদের মনের দিকে আরও বেশি করে observation রাখো। তিনটে বিষয় সৎভাবে মূলতঃ দেখবে-- 


       1) আমি চলে গেলে তুমি যদি openness বা freedom অনুভব করো, তবে জানো,তুমি বর্তমানে আশ্রমে চেপে চেপে বাঁচছো।


        2) আমি চলে গেলে তুমি যদি একলা অনুভব করো বা miss করো তবে জেনো তোমার আমাকে প্রয়োজন আছে। জীবন চাইছে যে আমরা এখনও একসাথে থাকি। 


        3) যদি দেখো কিছুক্ষণ freedom অনুভব করছো আবার পরক্ষণেই অভাব অনুভব করছো। আর এটা random পাল্টাতে থাকছে তবে এখনো তোমার নিজের মনকে study করা অনেক বাকি আছে। 


         এবার আমি বললাম এইটির সাথে শ্রদ্ধাত্রয়ের সম্পর্ক কি?


       তোকে এই যে তিনটে স্থিতি বললাম এর বাইরে আর কিছু মনের স্থিতি হতেই পারে না। আর এই তিনটেই শিষ্যের গুরুর প্রতি শ্রদ্ধার স্তর। প্রথমটা রাজসিক, দ্বিতীয়টা সাত্ত্বিক এবং তৃতীয়টি তামসিক স্থিতি। OK?


হুম্ ( আমার উত্তর )


🍀🍀🍀


গীতার "শ্রদ্ধাত্রয়বিভাগযোগ" এর ভিডিওগুলি দেখতে যোগাযোগ করুন 8617741569 নম্বরে