February 16, 2022 - BY Admin

শ্রুতি না স্মৃতি, কোনটি মুখ্য??

শ্রুতি না স্মৃতি, কোনটি মুখ্য??


ভক্তসঙ্গ, অদ্বৈত জ্ঞান পীঠ

স্থান : দিয়াড়া

তারিখ : ৩০.০১.২০২২



মাঘ মাসের এক রবিবারের সন্ধ্যা। যোগবাসিষ্টসারঃ ক্লাস শেষ হল। যোগবাসিষ্টসারঃ একটি শাস্ত্রীয় গ্রন্থ। এর মধ্যে এক ভক্তের মনে প্রশ্নের উদয়। সটান জিজ্ঞাসা করলেন মহারাজকে।



ভক্ত : শ্রুতি কি? শাস্ত্র কি? জ্যোতিষ কি শ্রুতি?



মহারাজ : জ্যোতিষ কি শ্রুতি নাকি? একি কানে কানে বলা হয়েছে? সব অঙ্ক কষে করা হয়েছে। এগুলি কাল সাপেক্ষে পরিবর্তনীয়। আজ বিজ্ঞানের যা আবিষ্কার, তা দশ বছর পর আরও এগিয়ে যাবে। কিন্ত, উপনিষদ্ কে ছোঁয়া যাবে না। 



ভক্ত : বুঝলাম। অর্থাৎ তৎকালীন পরিস্থিতি অনুযায়ী সেই নিয়ম দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান নিরিখে ধারা পরিবর্তিত হয়ে যাবে।



মহারাজ : হ্যাঁ, অনেক কিছু অদল বদল হতে হবে। এখন তুমি খড়ম পরে হাঁটতে পারবে না। খড়ম পাবেই না বাজারে। এখন খড়ম পড়লে বিপদ হয়ে যাবে। খড়ম যদি সবাই পড়তে শুরু করে, তাহলে আর জঙ্গল থাকবে না। এত লোকসংখ্যা তখন ছিল না।



ভক্ত : আমরা প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল। তার সঙ্গে মানিয়ে নিতে হবে।



মহারাজ : আমরা একই সাথে দুই। একটি পরিবর্তনীয় ও একটি অপরিবর্তনীয়। যেটা পরিবর্তনীয়, তার সঙ্গে আধুনিক হতে থাকতে হবে। আর যেটা অপরিবর্তনীয়, যেমন উপনিষদ্, সেখানে ছোঁয়া যাবে না। এখানে ঋষি যা বলছেন, তা চুপ করে শোনো। কারণ আপনার ভিতরের মৌলিক প্রবৃত্তি বদলায়নি। স্মৃতি সর্বদাই শ্রুতির উপর ভিত্তি করে তৈরি ও তা যুগে যুগে পরিবর্তনীয়। কিন্তু, মুখ্য থাকে শ্রুতিই।