সংসারে থাকার উপায়
বহু মানুষের সমাগমে, নিত্য দিন ভক্তের আনাগোনায়, ভক্তদের প্রতি মহারাজের অহেতুক কৃপা ও করুনা ধারায় ধীরে ধীরে এই আশ্রম হয়ে উঠছে এক মহা মিলন ক্ষেত্র।
মহারাজ বলেন.... আধ্যাত্মিকতা জীবন চলার technique. জীবনে বাঁচতে গেলে যদি কোন জিনিস essential হয় সেটা হল এই 'spirituality'.
ভক্তরা বসে আছেন অধীর আগ্রহে। কিছুক্ষনের মধ্যেই মহারাজ এলেন। প্রত্যেকেই প্রণাম করলেন এবং এক এক করে নিজেদের প্রশ্নের উত্তর পেতে চাইলেন।
জনৈক এক ভক্ত প্রশ্ন করলেন.....
সংসারে থাকতে গেলে মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক সহ্য করতে হয়। এরপরেও তারা সংসারে মূল্যহীন হয়ে পরে।
তাহলে সংসারে বেকার সাধারণ মহিলারা কিভাবে থাকবে?
মহারাজ : সাধারণ মহিলাদের মা সারদা কে দেখে অনুপ্রাণিত হওয়া উচিত। মা ছিলেন অতি সাধারণ। কিন্তু তাঁর অন্তরে ছিল ক্ষমা, ধৈর্য্য ও সাহস। অসাধারণ গুনের অধিকারীনী ছিলেন তিনি। এক মহৎ ও উচ্চ মূল্যবোধ থেকে জীবন বাঁচতেন। আমাদেরও ঠিক এমনিভাবে মায়ের মতো সংসারে থাকা দরকার। বাইরে অতি সাধারণ আর ভিতরে দৃঢ় এবং dignified মহিলা। তিনি ছিলেন অন্তর থেকে সদা পরিপূর্ণ। এটা তখনই সম্ভব যখন সব কিছুকে পিছনে ফেলে আপনি সত্যের পথে এগিয়ে যাবেন, যখন এই সংসার থেকে কিছু চাওয়া পাওয়ার আশা আপনার থাকবে না।
সংসারে থাকতে গেলে কিছু মূল মন্ত্র আছে।
১. সংক্ষিপ্ত সারগর্ভ কথা বলা। ২. ঝগড়া না করা। ৩. নিজের দৃঢ়তা নিয়ে থাকা। ৪. ব্যক্তিগত জীবনে কাউকে ঢুকতে না দেওয়া। ৫. নিজের কর্তব্য সচেতনতার সাথে সম্পন্ন করে চুপ হয়ে থাকা। ৬. সব কিছুর প্রতি সহজ ভাব রাখা। ৭. কোনো বিষয়কেই বেশি গুরুত্ব না দেওয়া।
প্রত্যেকেরই জীবন গঠনের ক্ষেত্রে দুটি কাজ করা উচিত।
এক... নিজেকে প্রতি মুহূর্তে observe করা ও justify করা।
দুই... খুব তাড়াতাড়ি বেশি খেটে পরিশ্রম করে সৎসঙ্গের মাধ্যমে নিজেকে তৈরি করে নেওয়া।
কিছু করার আগে অবশ্যই ভাববেন প্রচলিত ধারা অনুযায়ী করছি নাকি alert হয়ে, সচেতন হয়ে করছি। কোনো কাজ করার পিছনে যেন অনুকরণের tendency না থাকে, সঠিক যুক্তি ও বিবেক থাকে।
সারাদিনে নিজেকে বেশ কিছুক্ষণ সময় অবশ্যই দেবেন, নিজের সাথে বসবেন এবং প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করবেন... 'আমি কে, কি করছি, কেন করছি???' যে কাজ করছি তা কি 'necessity' নাকি 'habit'. আপনি যদি এইভাবে নিজেকে justify করে এগিয়ে চলেন আপনি সঠিক পথের সন্ধান নিশ্চিত পাবেন। আর সেটাই হল সত্যের পথ, আধ্যাত্মিকতার পথ... যা আপনাকে সংসারে বাঁচার রসদ যোগাবে। না হলে সংসারে মূল্যহীন হওয়া, হীনমন্যতায় ভোগা, অপমানিত হওয়া থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না।