মহারাজ ও আমরা কিছু সঙ্গীরা একটা বড়ো অশ্বত্থ গাছের নিচে আজ প্রাতঃকালীন ভ্রমণের পরে এসে বসেছি।
আমাদের মধ্যে দুজনের সন্তান রয়েছে। মহারাজ একজন ঘনিষ্ঠ পরিচিতকে অতিরিক্ত সহায়তা যাতে অকারণ না করা হয় তা ২ দিন ধরে বলছেন।
সঙ্গী - মহারাজ,আমি আমার ভাই ও তার স্ত্রীকে আপন করে , তাদের জন্য অনেক করেছি। সবকিছু থেকে সরে তাদের নিজের মতো চলতে দিয়েছি।ভাইটা অত mature নয়। আমি ভাইয়ের স্ত্রীকে বোনের মতো করে বলেছিলাম," সবকিছু তোমাদেরই।" কিন্তু,সে অনেক গয়না,টাকা নিয়ে পালিয়ে গেল।"ভাইও stable নয়।
তিনি- আমি এটাই বলছিলাম।অতি সহায়তা শেষে ক্ষতিই করে।
সঙ্গী- কিন্তু,সহায়তা ছাড়া কেউ এগাতেও তো পারবে না!আর আমার সাহায্য করতে ভালো লাগে।
তিনি-এই যে, এখানেই বিপদ সংকেত - "ভালো লাগা"। এতে প্রেম কোথায়?সবাই তো " ভালো লাগায়" আর momentum-এই চলছে।
(খুব সহানুভূতির সুরে) দেখো, প্রেম কল্যাণে প্রার্থনা। আসক্তি নিজের ভালো করতে ভালো লাগা। তখন তুমি অন্ধ হবে। তুমি দেখতে পাবে না,সামনের ব্যক্তির কল্যাণ কিসে।যেভাবে তোমার মন প্রসন্ন হয়,তা তুমি করতে চাইবে।
কারোর সিগারেট খেতে ভালো লাগে, সে তাই খুব ভালোবেসেই বন্ধুকে ভাগ দেয়। সন্তানকে বাবা,মা ভালোবেসেই ৯ টা অব্দি ঘুমাতে দেয়। এতে কি কল্যাণ হয়!
সঙ্গী- হুম্।
তিনি- প্রেম তোমাকে সাক্ষী করে। Guidance সকলে deserve করে না।কেউ যদি না চায়, তাকে সহায়তা করে যেও না। কারণ,তার মধ্যে অস্তিত্ব এখনো সহায়তার ফুটটাই তোলেনি। চাইলেও তার চাহিদার থেকে বেশী,তার শান্তি কিসে হয়- তা দেখে সহায়তা করতে হয়।
সঙ্গী - কিন্তু,কি করে বুঝবো,তার শান্তি কিসে হবে?
তিনি- দেখো,এত বোকা তোমরা নও।তবুও সৎভাবে ঐ মুহূর্তে যা সুন্দরতম মনে হচ্ছে সেটা করো। এর জন্য নিজেকেও নিজের কল্যাণকামী ও বিবেকী হতে হয়।
সঙ্গী- সামনে কেউ Needy বা আপনজন থাকলে আর সামর্থ্য থাকলে মনে হয় দিয়ে দিই।
তিনি- এটাই তো সাধনা। needy-র প্রয়োজন ও আপনজনদের উন্নতি বুঝে কখন হ্যাঁ-তে প্রেম হবে,কখন না-তে এটা বুঝতে হবে।
প্রেমে নিজের ভালো বা খারাপ লাগার বিষয়টাই নেই। আছে নির্ভেজাল হিতাকাঙ্ক্ষা। তাও যে নিজে থেকে এসেছে ও ইতিবাচকভাবে জীবনে চেষ্টা করে চলেছে,এমন কাউকে নিজের শান্তি বিঘ্নিত না করে এগিয়ে দেওয়ার সহায়ক হওয়াকে প্রেম বলা হয়।
এটা মনে রেখো,যখন তোমার ভালো লাগে তাই কিছু করছো,তা সেবা বা প্রেম নয় বরং আসক্তি। যখন নিজের থেকে কোন ইচ্ছা -অনিচ্ছা নেই,শুধু বর্তমানে সব বুদ্ধি প্রয়োগ করে শুধু response করছো,তা প্রেম। প্রেমে "আমিটা" নেই।
( হাসতে হাসতে) এটা আমি ভুগেই বলছি,তা তো জানো।
সকলের হাসি!