সত্যের পথে দুটি হাতিয়ার
সৎসঙ্গ ও স্বচ্ছ ধারণা ।।
প্রতিদিনের মতো আজও চলছে আশ্রমে ভক্তের আনাগোনা। আজ একজন ভক্ত এসেছেন বাগনান থেকে। ওনার বয়স আঠারো। কলেজে পড়েন। উনি পারিবারিক কিছু সমস্যার মধ্যে ছিলেন। এখন সত্যমুখী হওয়ার ইচ্ছায় মহারাজের কাছে এসেছেন।
ভক্তরা বিভিন্ন সমস্যা নিয়ে আসেন আমাদের গুরুদেবের কাছে এবং সমাধানের পথও পেয়ে যান।ওনাকে কখনো হারতে দেখিনি। সমস্ত পরিস্থিতিতে উনি সত্যের পথে অবিচল থাকার কথা বলেন।
ভক্ত: আমি এক প্রত্যন্ত গ্রাম্য এলাকায় থাকি। স্বাভাবিক ভাবে সাবালিকা হওয়ার পরই মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বাবা মা ও পরিবেশ পরিস্থিতি ব্যস্ত হয়ে ওঠে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেইরকম। কিন্তু আমি বিবাহ করতে চাই না। এখন এই পরিস্থিতিতে বাঁধা কাটিয়ে আমি কিভাবে সত্যের পথে এগিয়ে যাবো?
মহারাজ: সত্যের পথে যাওয়ার অনেকগুলি দিক আছে। গ্রাম বা শহরে থাকাটা কোনো বাঁধা নয়। ছোটো খাটো সমস্যা সব জায়গাতেই আছে। চারপাশে পরিবেশের মধ্যে যা আপনার সত্যের পথে সহায়ক সেগুলি গ্রহণ করুন এবং অপ্রয়োজনীয় সঙ্গ, কথা যেগুলো এই কাজে বাঁধা সৃষ্টি করে সেগুলিকে avoid করে চলুন। সবটাই নিজের কাছে। তবে সত্যের পথে চলা মানে এটা নয় বাড়ি ঘর সব ছেড়ে চলে আসা। সংগ্রামই জীবন। দুটি বিপরীত দিক দেখলে তবেই ঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
প্রথম প্রথম নিজের জায়গাকে, চাহিদাকে ঠিক রেখে সবাইকে বুঝিয়ে এই পথে আনার চেষ্টা করতে হবে। কিন্তু সব চেষ্টার পরেও যদি ব্যর্থ হন, তাহলে দূরত্ব maintain করুন। নিজের dignity বজায় রাখুন। এর জন্য দুটো risk আছে। প্রথম.. স্বার্থ ও সুবিধা ছাড়তে হবে, দ্বিতীয়.. নিজের সঠিক পথ, মতামত, চাহিদা ও মানসিকতা সম্পর্কে একটা clarity থাকতেই হবে যেটা আপনাকে সমস্ত কষ্ট, দুঃখ, বিরক্তি ও পরিশ্রম কে লাঘব করবে। এর জন্য আপনাকে wisdom literature পড়তে হবে এবং অবশ্যই সৎসঙ্গ করতে হবে। জীবনের অনেক অভিজ্ঞতা একটা সঠিক বই দিতে পারে এবং সাহস ও শক্তি একমাত্র সৎসঙ্গ এনে দিতে পারে।
স্বনির্ভরতা সত্যমুখী হওয়ার সহায়ক হতে পারে কিন্তু শেষ কথা নয়। একটা পরিষ্কার, স্বচ্ছ ধারণাই আপনার জীবন চালানোর অস্ত্র।
'বিবাহ করা' জীবনে mandatory নয়। কিন্তু বিবাহ সম্পর্কে ধারণা স্বচ্ছ হওয়া দরকার। আপনি কি হয়ে বাঁচছেন, কি চাহিদা আপনার -- এটাই মুখ্য বিষয়।
যতক্ষণ না আপনি নিজেকে দৃঢ়ভাবাসম্পন্ন, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় না দিচ্ছেন ততক্ষন পারিপার্শ্বিক বিভিন্ন চাপ আসতেই থাকবে। নিজের জীবনের clarity বাড়ার সাথে সাথে অপ্রয়োজনীয় সম্পর্ক আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে। যেখানে যেভাবেই জীবনের সমস্যার সমাধান পাচ্ছেন সেটাই সত্য, সেটাই জ্ঞান।
সহায়ক হিসাবে কিছু আর্থিক নির্ভরতা অবশ্যই প্রয়োজন। সে চেষ্টাও করতে হবে। এতে ভয় ভাবনা মন থেকে দূর হবে এবং সম্মান ও স্বাধীনতা দুটোই বাড়বে।
সবশেষে তিনটি কথা....
অধ্যাত্ম বা সত্যের পথে আসতে গেলে একটা স্বতন্ত্র বোধ থাকা অবশ্যই প্রয়োজন।
যে কোন কাজে ভয়ের থেকে ভালোবাসা বেশি থাকলে খুব তাড়াতাড়ি সফল হওয়া যায়।
সৎসঙ্গ-ই একমাত্র শক্তি যা আপনাকে ভিতর থেকে bold করতে পারে।