March 02, 2022 - BY Admin

সন্তান মানুষ করতে হলে

সন্তান মানুষ করতে হলে



অদ্বৈত জ্ঞান পীঠ

স্থান: দিয়াড়া

তারিখ: ২২/০২/২০২২



প্রতিদিনের মতো আজকের বিকালেও শুরু হয়েছে ভক্তের আনাগোনা। আজ দুজন মহিলা ভক্ত এসেছেন আরামবাগ থেকে। ওনারা সন্তান মানুষ করার আশায় মহারাজের কাছে কিছু guide line নিতে চান।



ওনারা বললেন, "সত্য, মুক্তি, প্রেমের যে কথা আপনি বলেন, সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আপনাকে 'গীতা' ও 'উপনিষদ্' এর আসনে বসিয়েছি এবং আপনার কথা গুলোকে নিজেদের জীবনে কার্যকরী করতে পেরে অন্তর থেকে তৃপ্ত আমরা।"


মহারাজও বললেন,   "আমি কিছুই করি না। শুধুমাত্র শাস্ত্রের ব্যাখ্যা গুলোকে আপনাদের সাথে connect করে দিয়েছি মাত্র।"


এরপর ওনারা প্রশ্ন করলেন -----


ভক্ত : আমাদের দুজনের দুটি পাঁচ ও ছয় বছরের সন্তান আছে। তাদের কিভাবে ঠিক পথে পরিচালনা করবো ?


মহারাজ : সন্তানকে ঠিক পাঁচ বছর থেকেই গঠন করা শুরু করতে হয়। প্রথমত: লক্ষ্য রাখতে হবে, বাচ্ছা যেন ভুল পথে যাওয়ার দিক গুলো না পায়। যেমন বাড়িতে বেশি ফোন দেখা, খারাপ কথা বলা, ঝগড়াঝাঁটি না করা। 


দ্বিতীয়ত: বাচ্চাকে নিজের মতো যা খুশি কাজ করার জন্য ছেড়ে দিলে হবে না। আমরা প্রত্যেকেই একটা শরীর হয়েই, প্রবৃত্তি হয়েই জন্মেছি। জ্ঞান হয়ে জন্মাইনি।ফলে খারাপ হওয়ার প্রবনতা তো শুরুই হয়ে গেছে। তাই বাচ্চাদের যা খুশি তাই করতে দিলে খুব সহজেই খারাপ প্রবৃত্তি তার মধ্যে চলে আসতে পারে। 


তৃতীয়ত: যদি কোন বাচ্চা খুব পুজো করতে ভালোবাসে, কেউ ঠাকুরের ছবি আঁকে, কেউ মুখে ঠাকুরের গান করে... তার মানে এই নয় যে তার জ্ঞানের বিকাশ হচ্ছে। কারণ সে এখন বাচ্চা, কিছুই বোঝে না।


চতুর্থত:  মাকে এতটাই আদর্শবান হতে হবে যে কিছু না বললেও মাকে দেখতে দেখতে বাচ্চারা শিখে নেবে। বাচ্চাকে শিক্ষার সাথে সাথে মজাও দিতে হবে যাতে মা তার কাছে boring না হয়ে যায়।


পঞ্চমত: ৭,১৪,২১ -- এই বয়স গুলি জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়। এখন থেকেই তাদেরকে সৎসঙ্গ ও বই পড়ানোর অভ্যাস করান। ছয় বছরের বাচ্চার জন্য পঞ্চতন্ত্র, নীতিকথা মূলক গল্প ছোটদের শ্রীরামকৃষ্ণ,,, নয় বছর থেকে ছোটদের রামায়ণ, মহাভারত, উপনিষদের কাহিনী মূলক গল্প বই গুলো পড়ান। তারপর বারো বছর হলেই গীতা পড়াতে শুরু করে দিন। কখনোই এটা ভাবা ঠিক নয় যে বাচ্ছা ছোট আছে। Wisdom literature থেকে  বাচ্চাদের কখনো দূরে রাখবেন না। এভাবেই আপনারা সন্তানদের মধ্যে একটা higher test বা সঠিক মূল্যবোধের জন্ম দিতে পারেন।



ভক্ত : এভাবে শুরু করলে কি আদৌ সন্তান ঠিক পথে যাবে? আমরা কি সফল হবো?



মহারাজ :  এটা আমার আপনার কারো হাতে নেই। এটা অদ্ভুত ভাবে ঘটে যাবে। আপনি যত নিজের ভালো লাগা, সুখ, সাচ্ছন্দ ব্যক্তিগত চাহিদা কে সরিয়ে বাচ্চার জন্য বাঁচবেন, একটা আদর্শ হয়ে বাঁচবেন ততই আপনি একজন সঠিক মা। উচ্চ বোধের জন্য মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।


এইভাবেই সন্তান passively তৈরি হয়ে যাবে। এটাই সত্য, এটাই প্রেম যার এতখানি শক্তি আছে  অসাধ্যকে সাধন করার।  

আপনি শুধুমাত্র একজন 'মা' নয়, সঠিক 'গুরু' হয়ে যান সন্তানের কাছে। জীবনকে মাপার সঠিক মাপদণ্ড দিন তাদের হাতে। 


এতো কিছুর পরেও নাও হতে পারে। কিন্তু যদি আপনি ঠিক কাজটা করে যান আশা না রেখে তাহলে আপনার ভিতরে কখনো হতাশা আসবে না। চেষ্টা করতে করতে আপনি এতটাই আনন্দ পাবেন যে আপনার সন্তান তৈরি হোক বা না হোক আপনার কোন আক্ষেপ থাকবে না। কারণ তখন আপনার কর্ম এতটাই নিঃস্বার্থ আর মহৎ হবে যে আপনি কর্মতেই পূর্ণ হয়ে যাবেন।