অদ্বৈত জ্ঞানপীঠের দুর্গাপুজোয় আমার প্রথমবার স্বেচ্ছাসেবক হিসাবে আসা। এসেই মুড়ি খেয়ে কাজে লেগে পড়লাম - কদম ফুল লাগানো, কলাগাছ লাগানোর গর্ত খোঁড়া এইসব। হটাৎ দেখি মহারাজ আসছেন কলাগাছ নিয়ে - দিনের বেলায় ভুত দেখার মতো। কারণ আমিও আপনাদের মত ভাবতাম মহারাজরা শুধু খান, বই পড়েন, আর জ্ঞান দেন। তার ১ ঘণ্টা পর দেখি উনি মাটি কেটে নিজের হাতে তাল বানিয়ে ঘটের বেদি বানাচ্ছেন - দ্বিতীয় ধাক্কা অহংকারে।
এবার খাবার খেয়ে টুকিটাকি কাজ সারতে সারতে সন্ধ্যা হয়ে গেলো। মন্দিরে গেলাম প্রতিমা দর্শন করতে। সেখানেও দেখি মহারাজ বসে পরেছেন প্রতিমা সাজানোর কাজে। আমি নতুন বলেই হয়তো মহারাজ আমায় কিছু করতে দিচ্ছিলেন না। রাত ৮ টার সময় আমাকে এবং আর একজনকে ডেকে নিয়ে চললেন জঙ্গলের মধ্যে বেলপাতা আর কলাগাছ আনতে (হয়তো কম পড়েছিল) - তৃতীয় ধাক্কা।
মহারাজকে বললাম যে আপনাকে দেখে আমার মঠ, আশ্রম এইসবের প্রতি ধারণা পাল্টে গেলো।
মহারাজ: একদম ভুল। সব মঠে গেলে তুমি এটা পাবেনা। থাকো, আরো পাল্টাবে, শুধু সময়ের অপেক্ষা।
এবার রাতের খাবার খেয়ে উপরে গেলাম শুধু finishing দেখতে। এবার এলো চতুর্থ ধাক্কা - দেখি মহারাজ ফুলের স্টিক নিয়ে ফুলদানি সাজাচ্ছেন, সময় তখন প্রায় ১১ টা।
তারপর আমায় বললেন " ফুলগাছ গুলোর নিচের দিকটা মাপ করে কেটে দাও তো।"
উপরে তখন মহারাজসহ আমরা তিনজন।বাকিরা একটু দূরে, আমি মহারাজের খুব কাছে।
" এই সুযোগ, এই গোলযোগ, জ্ঞানের কপাট মাগো গেছে খুলে "
জিজ্ঞেস করলাম - " আচ্ছা মহারাজ! ঠাকুরের ' তেল মেখে কাঁঠাল ভাঙ্গা ' - এই case টা কি?
মহারাজ: (হালকা হেসে)তোমার ইশারা যে দিকে, ওটাই যদি সর্বোৎকৃষ্ট পথ হতো তবে তো তাঁর প্রিয় নরেনকে বলতেন, ওটা করার জন্য।যে,"যা নরেন আর ১০ জনের মতো বিয়ে কর। স্বামীজিকে ভালোবাসতেন বেশী,তো best টা তো তাকেই বলবেন!!
হয়তো সামনে ছিল কোনো ধ্যাড়-ধেড়ে গেরস্থ। মোটা মোটা বোঝে।মহাপুরুষরা যা বলেন তা স্থান, কাল , এবং পাত্র বিবেচনা করে বলেন।বিষয় চেতনার।দেহ নিয়ে বাঁচতে হবে,তা যেন চেতনায় জড়িয়ে না যায়।এটা আসল কথা।
খানিকক্ষণ পর আবার জিজ্ঞেস করলাম - আমাদের গ্রামে নাগপঞ্চমী পুজো হয়, ওটার অর্থ কি?
মহারাজ: কোনো কাজ নেই তাই করে। কোনো অর্থ - ফর্থ নাই। সাপকে জিজ্ঞাসা কোরো,আজ কোন তিথি? সাপ নিজেই জানে না।(হাসি)
আমাদের বেশিরভাগ দেব - দেবী ভয়ের ফল। গ্রাম কৃষিপ্রধান জায়গা তো তাই ওদিকে মাঠে ঘাটে কাজ করার সময় সাপের কামড়ের ভয় থাকে। সেই থেকেই পুজো শুরু।বেদান্ত সত্য নিয়ে,যে সাপকে দেখছে তাকে নিয়ে কথা বলে।সাপ object, ও নিয়ে বিজ্ঞান বলবে।
অত:পর সবাই কাজ শেষ করে নিচে নেমে এলাম।