অষ্টমীর সন্ধিপূজা সমাপ্ত। দেবীর নৈবেদ্য সাজানোর কাজে যথাসম্ভব সহযোগিতা করে রাত প্রায় ১০টার দিকে আশ্রমের ভেতরে থাকা সোফাটাতে বসলাম। পাঁচ মিনিট পর মহারাজ এলেন এবং আমাকে বলতে লাগলেন --
দুর্গাপূজা একটি Community life কিভাবে চলতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ। এই যে প্রতিটা Department, সমাজের প্রতিটা স্তর তথা প্রত্যেক ব্যক্তি একে অপরের সাথে ওতোপ্রতোভাবে জড়িত, তার নমুনা এই পূজাতে বেশি করে ফুটে ওঠে।
যে ব্যক্তি ফুল আনছে সে যদি কোন কারণে ফুল না আনে বা দেরী করে অথবা যে ব্যক্তি সকাল সন্ধ্যা শুধুমাত্র electricity maintenance করে,সে যদি তা ঠিকঠাক না করে তাহলে দেখো সব ready থাকতেও আমরা কিন্তু অন্ধকারে পূজো করতে পারব না।
আবার যে Dustbin clean করে শুধু সেই যদি তা না করে তো দুর্গন্ধে যে কি হবে বুঝতেই পারছো।
বর্তমানে একটা trend এসেছে personal ধর্ম বা Individually জীবন বাঁচা। কিন্তু,তারা ভুলে যাচ্ছে যে Individually যে ব্যক্তি বেড়ে উঠতে চায়, সে itself পারিপার্শ্বিকতার নির্মাণ। আশেপাশের লোকজন গাছপালা সবার হাত আছে আমাদের নির্মাণে।অস্তিত্বের সিদ্ধান্ত যোগ।ব্যক্তিগত জীবন যদি সমষ্টিগতের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়,তবে এমন জীবন চিরকাল দ্বন্দ্বে থাকবে। তাই,আমরা বেড়ে তো উঠবো নিজের মতন কিন্তু পারিপার্শ্বিকের সাথে সন্তুলিতভাবে। আমরা যে একইসাথে শিব ও শক্তির সমন্বয়ে নির্মিত।তাই Individual এবং community life এর মধ্যে সবসময় সমন্বয় প্রয়োজন।